NOW READING:
২ মাস ধরে ডিজিটাল অ্যারেস্ট হয়ে গৃহবন্দি, প্রতারণা দমদমের বাসিন্দাকে
February 25, 2025

২ মাস ধরে ডিজিটাল অ্যারেস্ট হয়ে গৃহবন্দি, প্রতারণা দমদমের বাসিন্দাকে

২ মাস ধরে ডিজিটাল অ্যারেস্ট হয়ে গৃহবন্দি, প্রতারণা দমদমের বাসিন্দাকে
Listen to this article



<p>ABP Ananda Live: ২ মাস ধরে ডিজিটাল অ্যারেস্ট হয়ে গৃহবন্দি। ৫২ লক্ষ টাকা প্রতারণা দমদমের বাসিন্দা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীকে। অভিযোগ, আর্থিক তছরুপ মামলায় ডিজিটাল অ্যারেস্ট হয়েছেন বলে জানিয়ে টেলিকম অথরিটির পরিচয়ে ফোন আসে বলা হয়, মামলার তদন্ত করছে CBI। ২৪ ঘণ্টা মোবাইল ফোনে ভিডিও কল চালু রাখতে বলে প্রতারকরা। অভিযোগ, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির ছবি দিয়ে সুপ্রিম কোর্টে ভুয়ো শুনানি, জাল নির্দেশনামা পাঠিয়ে ৫২ লক্ষ টাকা দিতে বলা হয়। ৫২ লক্ষ টাকা সুুপ্রিম কোর্টের সাসপেন্স অ্যাকাউন্টে জমা দিতে বলা হয়। মিউচুয়াল ফান্ড, ফিক্সড ডিপোজিট ভেঙে ৬ দফায় ৫২ লক্ষ টাকা দেওয়ার পরেই। ৬ দফায় ওই টাকা দেওয়ার পরই মোবাইলের স্ক্রিন থেকে আচমকা গায়েব প্রতারকরা। দমদম থানায় অভিযোগ জানানোর ৫ দিন পর FIR রুজু হয় বলে অভিযোগ।&nbsp;</p>



Source link