NOW READING:
নিউটাউনে নাবালিকাকে হেনস্থা। ১৯ দিনের মাথায় চার্জশিট
February 24, 2025

নিউটাউনে নাবালিকাকে হেনস্থা। ১৯ দিনের মাথায় চার্জশিট

নিউটাউনে নাবালিকাকে হেনস্থা। ১৯ দিনের মাথায় চার্জশিট
Listen to this article



<p>ABP Ananda Live: নিউটাউনে নাবালিকাকে হেনস্থা। ১৯দিনের মাথায় চার্জশিট। টোটো চালকের বিরুদ্ধে চার্জশিট। ১৯দিনের মাথায় বারাসাত কোর্টে চার্জশিট পেশ করল পুলিশ।</p>
<p>&nbsp;</p>
<p><strong>সোনার বিস্কুটের পর্দাফাঁস</strong></p>
<p>&nbsp;</p>
<p>চারটি সোনার বিস্কুট পায়ের সঙ্গে কাপড় দিয়ে বেঁধে পাচারের উদ্দেশ্যে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়েছিল শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ী ব্যাটেলিয়ান মোড়ে। সেখানেই গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার &nbsp;পুলিশ । ধৃতের নাম শ্রবণ কুমার, সে বিহারের দারভাঙ্গার বাসিন্দা। আর জি করের নির্যাতিতার পরিবারকে সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী। ‘অপরাজিতা বিল পড়ে রয়েছে এখনও, পাশ হতে বাকি রয়েছে’, ভাইদের বলছি বোনেদের রক্ষা করুন, আবেদন মুখ্যমন্ত্রীর। ৭ মাস ধরে আর জি কর-কাণ্ডের তদন্ত চলছে, কিছুই জানায়নি CBI। কলকাতা পুলিশ ৫দিন তদন্ত করে ১দিন যোগাযোগ করেছিল।</p>



Source link