<p><strong>কমলকৃষ্ণ দে, বর্ধমান :</strong> নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, পুরসভার চাকরি বিক্রি, ট্যাব দুর্নীতি, এমনকী মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রীতেও দুর্নীতির অভিযোগ। সাম্প্রতিক সময়ে রাজ্যে একের পর এক দুর্নীতির অভিযোগ ঘিরে কম চর্চা হয়নি। এইসব অভিযোগে শাসকদলকে বিঁধেছে বিরোধীরা। জোরদার করেছে আন্দোলনও। এবার বর্ধমান পুরসভায় দুর্নীতির অভিযোগ উঠল। ‘দুর্নীতিতে ভরে গিয়েছে বর্ধমান পুরসভা’, এই অভিযোগ তুলে মহাকুম্ভ থেকে জল এনে পুরসভার অফিস শুদ্ধ করল কংগ্রেস। </p>
<p>বর্ধমান রেল স্টেশন থেকে মিছিল করে পুরসভার অফিসে পৌঁছন কংগ্রেস নেতা-কর্মীরা। পুরোভাগে ছিলেন ধুতি পরিহিত পুরোহিত। তাঁর হাতে ছিল কুম্ভের জল ভর্তি ঘট, আমশাখা। প্রথমে পুরসভার গেটে জল ছিটানো হয়। এরপর পুর প্রধানের ঘরের দরজা, নেমপ্লেট কুম্ভের জলে ধুয়ে ফেলা হয়। </p>
<p>কংগ্রেসের বক্তব্য, বর্ধমান পুরসভা দুর্নীতিতে ভরে গিয়েছে। বেশ কিছু কাউন্সিলর প্রোমোটারে পরিণত হয়েছেন। চারদিকে চলছে অর্থের বিনিময়ে বেআইনি নির্মাণ। সব মিলিয়ে পাপে ডুবে গিয়েছে বর্ধমান পুরসভা। তাকে ‘পাপমুক্ত’ করতেই মহাকুম্ভের জল এনে তাকে ধোওয়া হল।</p>
<p>প্রসঙ্গত, ‘সরকার থেকে বেরিয়ে আসার আগে আরও বিশ্লেষণের প্রয়োজন ছিল’ বলে দিনকয়েক আগেই কার্যত আক্ষেপের সুর শোনা গিয়েছিল প্রদেশ কংগ্রেস সভাপতির গলায় ! ‘আরও পর্যালোচনা ও মানুষের রায় নেওয়ার দরকার ছিল’, বলে মনে করেন শুভঙ্কর সরকার। তিনি বলেছিলেন, ‘সরকারের এতটুকুও সুযোগ সুবিধা আমাদের কর্মী সমর্থকরা কেউই পাননি। কোথায় পেয়েছে ? অল্প কয়েকদিন ! সেই বেরিয়ে আসাটা সঠিক না বেঠিক ? আমি কোনওভাবে মনে করি , আরও বিচার বিশ্লেষণের প্রয়োজন ছিল। আমাদেরও তো মানুষ ভরসা করে ভোট দিয়েছিলেন। আর একবার মানুষ ক্ষমতায় এসে গেলে, সেই ক্ষমতাকে সামনে রেখে, সুশাসন, খারাপ শাসন বহু কিছুর মধ্য দিয়েই ক্ষমতা রক্ষা করা যায়। আমরা তো এখন দেখতে পাচ্ছি। আমার মনে হয় আরও পর্যালোচনার প্রয়োজন ছিল। ছেড়ে আসার আগে। তার কারণ আমাদের কথার উপরে ভরসা করে তো মানুষ ভোট দিয়েছে। তাই মানুষের রায় নেওয়া দরকার ছিল।’ শুধু তা-ই নয়, তৃণমূল সরকারের উদ্যোগে আয়োজিত গঙ্গাসাগর মেলার প্রশস্তিও শোনা যায় তাঁর গলায় । প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, "আমরা মনে করি, সব তীর্থ বারবার…আমাদের গঙ্গাসাগর একবার।…আমি নিজে গঙ্গাসাগরে গিয়েছিলাম…সেখানে যে ব্যবস্থা ছিল, আমার মনে হয়েছিল সরকার যথেষ্ট তৎপর। যে ভিড় ছিল, যে ব্যবস্থা ছিল। আমি মনে করেছিলাম, আমরা বিরোধিতা করলেও, অনেক জিনিস রাজ্য সরকার খারাপ করলেও, <a title="গঙ্গাসাগর" href="https://bengali.abplive.com/topic/gangasagar-mela" data-type="interlinkingkeywords">গঙ্গাসাগর</a>ের যে পুরো ম্যানেজমেন্ট, ব্যবস্থাটা সেটা একটু বৈজ্ঞানিক পদ্ধতি, একটু আধুনিকতা বিষয় সহকারে ছিল।"</p>
<p> </p>
Source link
পুরোহিতের হাতে মহাকুম্ভের জল ভর্তি ঘট, আমশাখা; বর্ধমান পুরসভার অফিস শুদ্ধ করল কংগ্রেস; কেন ?
