Pakistan Champions Trophy 2025 Semis Qualification Scenario: পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ! রিজওয়ানদের সেমিতে ওঠার আর কোনও রাস্তা আছে?

Estimated read time 1 min read
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তান-দুবাইয়ে একসঙ্গে আয়োজন করছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ( ICC Champions Trophy 2025)। ১৯ ফেব্রুয়ারি শুরু হয়েছিল। চলবে ৯ মার্চ পর্যন্ত। পাকিস্তানে আইসিসি-র টুর্নামেন্ট শেষবার হয়েছিল ১৯৯৬ সালে। বিশ্বকাপ আয়োজনের ২৮ বছর পর ফের এত বড় টুর্নামেন্টের গুরুদায়িত্বে পিসিবি (PCB)।   

২০১৭ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল ইংল্যান্ড এবং ওয়েলসে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। চার বছর অন্তর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ৮ বছর পর আইসিসি-র পরিচালনায় ফিরেছে এটুর্নামেন্ট। যা অনেকে মিনি বিশ্বকাপও বলে থাকেন। ভারত যেহেতু পাকিস্তানে খেলতে যাবে না, সেহেতু আইসিসি নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে সবুজ সংকেত দিয়েছে। হাইব্রিড মডেলে হচ্ছে টুর্নামেন্ট…

আরও পড়ুন- WATCH | Shoaib Akhtar | IND vs PAK: ‘যেমন ব্রেনলেস ম্যানেজমেন্ট, তেমন এই টিম’! শোয়েব আখতার ধুয়ে দিলেন পাকিস্তানকে…

গতবছর ডিসেম্বরে প্রতিযোগিতার সূচি ঘোষিত হয়েছিল। ৮ দলীয় লড়াই হচ্ছে। প্রতিটি গ্রুপে চারটি করে দল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউ জ়িল্যান্ডকে নিয়ে একটি গ্রুপ। অপর গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। 

প্রথম ম্যাচ ১৯ ফেব্রুয়ারি করাচিতে হয়েছিল। মুখোমুখি হয়েছিল আয়োজক পাকিস্তান ও নিউ জ়িল্যান্ড। মহম্মদ রিজওয়ানরা শুরুতেই মুখ থুবড়ে পড়েছিলেন। কিউয়িদের কাছে ৬০ রানে হারতে হয়েছিল। পাঁচদিন পর পাকিস্তান টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলল রোহিত শর্মার ভারতের বিরুদ্ধে। ফল সেই একই!   

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

মহম্মদ রিজওয়ানদের ২৪১ রান তাড়া করে ভারত ৪৫ বল হাতে রেখে হেসেখেলে ৬ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে। ১১১ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলে সব আলো কেড়ে নিয়েছেন বিরাট কোহলি। নখ-দাঁতহীন পাকিস্তান কার্যত চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল পরপর গ্রুপের দুই ম্যাচ হেরে।

আয়োজক দেশ এখনই যে টুর্নামেন্ট থেকে বেরিয়ে গিয়েছে তা লেখা যায় না। কারণ ক্রিকেট চরম অনিশ্চয়তার খেলা। যা কিছু ঘটতে পারে। রিজওয়ানদের ভাগ্য ঝুলছে সরু সুতোয়। সেমিতে ওঠার রাস্তা এখনও রয়েছে! কীভাবে পাকিস্তান যেতে পারে শেষ চারে? একবার দেখে নেওয়া যাক সমীকরণ। 

এই মুহূর্তে রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউ জ়িল্যান্ড। টস হেরে প্রথমে ব্যাট করে তুলেছে ৯ উইকেটে ২৩৬ রান। ২৩৭ করলেই জিতে যাবে কিউয়িরা। পাকিস্তান চাইবে বাংলাদেশ এই ম্যাচে নিউ জ়িল্যান্ডকে হারিয়ে দিক। কারণ  নিউ জ়িল্যান্ড জিতে গেলে বাংলাদেশ একা ডুববে না। তারা পাকিস্তানকে নিয়েই ডুববে! সব গল্প এখানেই শেষ। দুই দল ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। 

আরও পড়ুন- WATCH | India Enters 22 Pandit In Dubai Stadium: ‘ভারতের জন্য ২২ জন পুরোহিত ছিল স্টেডিয়ামে’! পাগলে কী না বলে, ছাগলে কী না খায়…

বাংলাদেশ যদি এদিন নিউ জ়িল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে পাকিস্তানকে তাদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারাতেই হবে এবং আশা করতে হবে যে, ভারত যেন গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়। 

পরপর জয়ে ভর করে ভারত সবার আগে চলে গিয়েছে সেমিতে। যদি পাকিস্তান, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ প্রত্যেকেই দু’পয়েন্ট করে পায়, তাহলে এই তিন দলের ভিতর সবচেয়ে ভালো নেট রান রেট যার থাকবে, সেই ভারতের পর দ্বিতীয় টিম হিসেবে এই গ্রুপ থেকে সেমিতে কোয়ালিফাই করবে। বোঝাই যাচ্ছে বাংলাদেশ-নিউ জ়িল্যান্ড ম্যাচের উপরেই অনেক কিছু নির্ভর করছে…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours