<p><strong>সুনীত হালদার, হাওড়া:</strong> বোরো চাষের জন্য ডিভিসির ছাড়া জলে অকাল বন্যা হাওড়ার উদয়নারায়ণপুরে। নদীর বাঁধ ভেঙে হাওড়া এবং হুগলির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। তবে আজ নতুন করে আর সেভাবে জল না ঢুকলেও জমা জল ক্রমশ নিচের দিকে দক্ষিণ উদয়নারায়ণপুরের আরো দুটি গ্রাম পঞ্চায়েতের কিছু কিছু জমি প্লাবিত করছে। মানশ্রী গ্রাম পঞ্চায়েতের কিছু জমি ইতিমধ্যে প্লাবিত করেছে এবং ভবানীপুর সোনাতলা গ্রাম পঞ্চায়েত ও কিছু জমি প্লাবিত করবার সম্ভাবনা রয়েছে। ফলে নতুন করে আরও ৫০০ থেকে ৭০০ বিঘা জমি প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। </p>
<p>[yt]https://www.youtube.com/watch?v=Ho8gst4nXUc[/yt]<br /> <br />চাষের জন্য ছাড়া ডিভিসির জলের চাপে গত শনিবার হুগলির বলাইচক এলাকায় চিংড়া খালের বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকে হুগলির কিছু অংশ ভাসায় এবং তারপর সেই জল হাওড়ার উদয়নারায়ণপুরে ঢুকে আলুর ক্ষেত নষ্ট করেছে। ইতিমধ্যে ৭০০ বিঘার আলু নষ্ট হয়েছে বলে অভিযোগ চাষীদের। জানা গিয়েছে, আজ সোমবার থেকে হুগলির বলাইচকে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতির কাজ চলছে। ফলে প্লাবনের আশঙ্কা কমেছে। কিন্তু যে জলটা উদয়নারায়নপুরে জমে ছিল সেই জল ক্রমশ নীচের দিকে নামছে।</p>
<p>উদয়নারায়নপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ রায় বলেন, জমা জলে আলু চাষের ব্যাপক ক্ষতি হয়। মাঠের আলু পুরোপুরি তুলতে না পারায় চাষীদের এখন মাথায় হাত। কীভাবে এই ক্ষতি তারা পোষাবেন তাই নিয়ে কপালের ভাঁজ চওড়া হচ্ছে। যদিও তিনি আশ্বাস দেন সরকারি ন্যায্যমূল্যে ওই আলু কেনা হতে পারে। এছাড়াও ক্ষতিগ্রস্ত চাষীদের তালিকা তৈরি করা হচ্ছে। শস্য বীমা থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে।</p>
<p>আরও পড়ুন, <a title="বিবাহবিচ্ছেদের মামলায় ক্লান্ত শোভন, বিস্ফোরক রত্না, ‘কল্যাণদাই বলেছিলেন, ডিভোর্স দিবি না..’!" href="https://bengali.abplive.com/district/ratna-chatterjee-attacks-tmc-leader-kalyan-banerjee-advocate-of-sovan-chatterjee-on-divorce-case-1122014" target="_self">বিবাহবিচ্ছেদের মামলায় ক্লান্ত শোভন, বিস্ফোরক রত্না, ‘কল্যাণদাই বলেছিলেন, ডিভোর্স দিবি না..’!</a></p>
<p> </p>
Source link
DVC-র ছাড়া জলে অকাল বন্যা হাওড়ার উদয়নারায়ণপুরে ! নষ্ট ৭০০ বিঘার আলুর ক্ষেত..
