NOW READING:
আর কত কপালের ফের ? এবার কি সুদিন ফিরছে ? আপনার রাশিভাগ্যে কী
February 24, 2025

আর কত কপালের ফের ? এবার কি সুদিন ফিরছে ? আপনার রাশিভাগ্যে কী

আর কত কপালের ফের ? এবার কি সুদিন ফিরছে ? আপনার রাশিভাগ্যে কী
Listen to this article


মেষ রাশি (Mesh Rashi): মেষ রাশির জাতক জাতিকাদের জন্য একটি চ্যালেঞ্জিং দিন হতে চলেছে মঙ্গলবার। আর্থিক বিষয়ে আপনাকে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। সম্পত্তি লেনদেন যাঁরা করছেন তাঁদের একটু মনোযোগ দিতে হবে। কাজের পাশাপাশি বিশ্রামের জন্যও সময় বের করতে হবে। আপনার কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে। নতুন কিছু করার চেষ্টা করলে লাভ হবে। 

বৃষ রাশি (Brisha Rashi)- বৃষ রাশির জাতকদের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। আপনার চারপাশের পরিবেশ হবে মনোরম। আপনার ব্যবসাও সমৃদ্ধ হবে। আপনার পরিকল্পনাগুলি আপনাকে একের পর এক ভাল সুবিধা দেবে। পরিবারের সিনিয়র সদস্যরা আপনাকে কাজের ব্যাপারে কিছু পরামর্শ দিতে পারেন। আপনার কোনো পুরনো ভুল পরিবারের সদস্যদের সামনে প্রকাশ পেতে পারে। পরিবারের দূরবর্তী কোনো সদস্যের কাছ থেকে ভালো খবর শুনতে পারেন।

মিথুন রাশি (Mithun Rashi)- মিথুন রাশির জাতক জাতিকাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভালো হবে। কাজে সম্পূর্ণ প্রজ্ঞা দেখিয়ে এগিয়ে যেতে হবে। আপনার কাজে ধৈর্য্য ও সাহস দেখান। আপনি যদি কোনও কাজের জন্য টেনশন অনুভব করেন তবে তাও কেটে যাবে। পরিবারের কোনো সদস্যকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে। ছোটরা আপনার কাছে কিছু অনুরোধ করতে পারে। তাড়াহুড়ো করে এবং আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, অন্যথা পরে অনুশোচনা করবেন।

কর্কট রাশি (Karkat Rashi)- কর্কট রাশির জাতক জাতিকাদের কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ বজায় রাখতে হবে। ভাগ্যের পূর্ণ সাহায্য পাবেন। দীর্ঘদিন ধরে কোনো সরকারি কাজ ঝুলে থাকলে তা এবার শেষ করা যাবে। আপনি কিছু পৈতৃক সম্পত্তি পাবেন, যা আপনার সম্পত্তি বৃদ্ধি করবে। তথ্যপ্রযুক্তি খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কোন ইচ্ছা পূরণ হলে আপনার খুশির সীমা থাকবে না। বন্ধুদের সঙ্গে ধর্মীয় ভ্রমণে যেতে পারেন।

সিংহ রাশি (Singha Rashi)- সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি ভালো যাবে। আপনার আয় বাড়বে। স্বাস্থ্যের প্রতি অযত্ন করা উচিত নয়। আপনার খাদ্যাভ্যাসের উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখুন। বাড়ি মেরামতির পরিকল্পনা করতে পারেন। আপনি আপনার স্ত্রীর জন্য কিছু নতুন জামাকাপড়, গয়না ইত্যাদি নিয়ে আসবেন। যাতে আপনারদের মধ্যে যে বিবাদ চলছে, তা আলাপচারিতার মাধ্যমে সমাধান করা যায়। ভ্রমণের সময় আপনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন।

কন্যা রাশি (Kanya Rashi)- কন্যা রাশির জাতক জাতিকারা যাঁরা রাজনীতি করছেন, তাঁদের কাজের মাধ্যমে ভাবমূর্তি আরও বাড়বে। আপনি জনসংযোগ থেকে কোনও সুবিধা পাবেন না। প্রতিযোগিতার অনুভূতি আপনার মনে থাকবে। আপনি আপনার ঘরের কাজ নিয়ে একটু চিন্তিত থাকবেন। অবিবাহিত লোকেরা তাঁদের সঙ্গীর সঙ্গে দেখা করতে পারেন। কারো কাছ থেকে টাকা ধার করলে সহজেই পেয়ে যাবেন। আপনার শ্বশুরবাড়ির কেউ আপনার সঙ্গে মিটমাট করতে আসতে পারে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরও দেখুন



Source link