জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের কক্সবাজারে বায়ুসেনার ঘাঁটিতে হামলা চালাল এলাকার দুষ্কৃতীরা। তাতেই তোলপাড় এলাকা। পাল্টা গুলি চালাল বায়ুসেনার জওয়ানরা। তাতেই শিহাব কবীর(৩০) নামে এক যুবক। ওই ঘটনার কথা স্বীকার করেছে সেনা। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে একের পর এক অশান্তিতে তোলপাড় হয়ে উঠেছে বাংলাদেশ। আওয়ামী লীগ সমর্থকদের উপরে হামলা, খুনের পর এবার সরাসরি বায়ুসেনার ঘাঁটিতেই হামলার ঘটনা ঘটল।
আরও পড়ুন-প্রণয়ের হাসপাতাল বদলের সম্মতি শ্বশুরের! ছোটভাই প্রসূনের শ্বশুর ফোন তুলে বলেন…
সোমবার দুপুরে আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, দুর্বৃত্তরা কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটিতে অতর্কিত হামলা চালায়। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুবক্তগিন মাহমুদ সোহেল জানান, আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবককে ‘মৃত অবস্থায়’ হাসপাতালে আনা হয়।
এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ কক্সবাজার শহরের বিমানবাহিনী ঘাঁটিসংলগ্ন ১ নম্বর ওয়ার্ড সমিতিপাড়ায় ওই ঘটনা ঘটে। নিহত শিহাব কবির পেশায় ব্যবসায়ী ও বিএনপির স্থানীয় নেতা বলে জানা গেছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ শাহাদাতসহ (৩৮) পাঁচজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমিতিপাড়া এলাকার কয়েকজন সোমবার সকালে বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজলের সঙ্গে কথা বলতে যান। ফেরার পথে বিমানবাহিনীর ডায়াবেটিস পয়েন্ট চেকপোস্টে আটক হন শিক্ষানবিশ আইনজীবী জাহেদ। বিমানবাহিনীর সাদা পোশাকধারী একটি দল তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
জাহেদের আটকের খবর সমিতি পাড়ায় ছড়িয়ে পড়লে স্থানীয় যুবকরা জাহেদকে ছাড়াতে বিমানবাহিনীর ঘাঁটিমুখী হয়। এ সময় বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। পরে মাথায় গুলিবিদ্ধ নাহিদের লাশ তার নিজের বাসার সামনেই পাওয়া যায়। শোনা যাচ্ছে বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিলেন শিহাব। আচমকা গুলি এসে লাগে তার মাথায়। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। উত্তেজনা প্রশমনে দুপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে প্রশাসন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)