# Tags
#Blog

Mahakumbh 2025 | Narendra Modi: ‘যাঁরা দাসত্বের মানসিকতা থেকে….’, মহাকুম্ভ নিয়ে এবার মুখ খুললেন মোদী!

Mahakumbh 2025 | Narendra Modi: ‘যাঁরা দাসত্বের মানসিকতা থেকে….’, মহাকুম্ভ নিয়ে এবার মুখ খুললেন মোদী!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘কোটি কোটি মানুষ আস্থার ডুব দিয়েছেন’। মহাকুম্ভ নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, ‘মহাকুম্ভ একতার প্রতীক। মহাকুম্ভ দেশের একতাকে আরও মজবুত করবে’।

আরও পড়ুন: Telangana Tunnel Collapse: অতিক্রান্ত ২৪ ঘণ্টা, এখনও সুড়ঙ্গে আটকে ৮ শ্রমিক! ডাকা হল নাম ধরে…

মোদী বলেন, ‘প্রতিটি শতাব্দীতেই কিছু মানুষ থাকেন, যাঁরা হিন্দু ধর্মকে ঘৃণা করেন। যাঁরা দাসত্বের মানসিকতা থেকে বেরোতে পারেননি, তাঁরাই আমাদের ধর্ম, বিশ্বাস, সংস্কৃতিতে আক্রমণ করে যাচ্ছেন। আমাদের সমাজতে বিভক্ত করার চেষ্টা করেন এবং সেটাই তাঁদের একমাত্র লক্ষ্য’।

ঘটনাটি ঠিক কী? বিপত্তি যেন কাটছেই না এবার মহাকুম্ভে! একে পর এক অগ্নিকাণ্ড। এমনকী, পদপিষ্ট হয়েই মৃত্যু ঘটনা ঘটেছে। মেলার ব্যবস্থাপনা নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। সম্প্রতি বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘মহাকুম্ভ আর নাই-বা বললাম, ওটা মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে। আমি মহাকুম্ভকে সম্মান করি। পরিকল্পনা না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু! বললেন ৩০ জন। কথাটা কি সঠিক? কত দেহ ভাসিয়ে দিয়েছেন নদীতে। বড় লোক আর ভিআইপিদের জন্য় লক্ষ টাকা ক্যাম্প! গবীর লোকেদের জন্য লাইনে দাঁড়ান, ১৫ ঘণ্টা, ২০ ঘণ্টা দাঁড়িয়ে… যদি একটা মাদুলিও বেচে ২ হাজার টাকা! ভিআইপিদের স্নানের জায়গাটা আলাদা। আর সেই জায়গাটা আপনারা দূষিত করেছেন, বিষাক্ত করেছেন’।

উত্তরপ্রদেশ বিধানসভায় দাঁড়িয়ে পাল্টা তোপ দেগেছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। চুপ করে থাকলেন প্রধানমন্ত্রীও। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের কটাক্ষ,  ‘মহাকুম্ভ নিয়ে নতুন করে আবিষ্কার  করলেন নাকি প্রবর্তন করলেন? মহাকুম্ভ থেকে এক জায়গা হয় না।  যখন উজ্জিয়িনীতে হয়, তখন মধ্যপ্রদেশে হয়। উত্তরাখণ্ডে হয়, হরিদ্বারে হয়।  আজকে নতুন করে হচ্ছে না। কিন্তু প্রশ্ন উঠেছে, যোগী-মোদী যখন এই ব্যবস্থাপনায় ছিলেন, তার ব্যবস্থাপনায় কেন কয়েকশো লোক প্রাণ দিল? তার উত্তরটা না দিয়ে বলছে, একতা তৈরি করেছে’! 

জয়প্রকাশের আরও বক্তব্য, ‘হিন্দুর মধ্যে বিভেদ নেই। হিন্দু একতাবদ্ধ। তাঁরা মহাকুম্ভ স্নানকে পুণ্যস্নান বলে মনে করে। কিন্তু তার সঙ্গে রাজনৈতিক প্রচার, রাজনৈতিক ব্যবস্থাপনা, রাজনৈতিক দখলদারি, তার প্রতিবাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী বা যোগীর অধিকার নেই এটা রাজনৈতিক অনুষ্ঠান হিসেবে প্রচার করার’।

আরও পড়ুন:  Mukesh Ambani | Nita Ambani: আম্বানির ১৫ হাজার কোটির বাড়িতে কীভাবে কর্মী নেওয়া হয় শুনলে অবাক হবেন! এই চাকরি আপনিও পেতে পারেন…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal