# Tags
#Blog

Pori Moni: ‘আমার বাচ্চাদের সো কল্ড বাপের দরকার নেই’, রাজকে ‘জানোয়ার’ বলে কটাক্ষ পরীমণির!

Pori Moni: ‘আমার বাচ্চাদের সো কল্ড বাপের দরকার নেই’, রাজকে ‘জানোয়ার’ বলে কটাক্ষ পরীমণির!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরীমণির (Pori Moni) ছেলে অসুস্থ। স্বাভাবিক কারণে সন্তানকে নিয়ে উদ্বিগ্ন তিনি। এরই মাঝে নাম না করেই শরিফুল রাজকে প্রবল কটাক্ষ করলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় পরীমণি লেখেন, “রাতজাগা আর নির্ঘুম রাত, মোটেও এক না সোনা! মা হয়ে দেখো শুধু। বাচ্চার গায়ে একটা মশার কামড়ও নিতে পারবা না আর সেখানে বাচ্চার ১০৪ ডিগ্রি জ্বর তো মায়ের দম বন্ধ হয়ে থাকার মতন। তার ওপর একা মা হয়ে বাচ্চার এই ফেস নেওয়া যায় না, জাস্ট ট্রাস্ট মি!”

অভিনেত্রী, “রাত জেগে নেটফ্লিক্স, বন্ধুরা, পার্টি, আড্ডা, লং ড্রাইভ অথবা রেনডম ফেসবুক স্ক্রলে লেপ্টে থাকা সবই উপভোগ্য। শুধু বিস্বাদ লাগে এই বাধ‍্য হয়ে থাকা দায়িত্বের বেড়াজাল তাই না? কাদের লাগে জানেন? যারা সুযোগ বুঝে বাচ্চার সঙ্গে কয়েক সেকেন্ড ভিডিও রেকর্ডে মিথ্যা ইমোশন শেয়ার করে সোশ্যালে। শুধু মায়েদেরই এসব বিস্বাদ লাগে না।”

আরও পড়ুন- Srabanti: ‘আমার থেকে ১০ বছরের ছোট’, ছেলের প্রেমিকা ‘বোনের মতো’! অকপট শ্রাবন্তী…

এমনকী পোস্টের এক অংশে তিনি‘জানোয়ার’বলেও কটাক্ষ করেন “একবার ভাবো তো, দিনের শুরু থেকে শেষ অব্দি কি কি করে একজন মা! তুমি ভাবতেও পারবা না জানোয়ার! ভাবা লাগেওনি তো বাবাদের কখনো! যারা বাবা হয় তারা সব জানে। জেনেই সব আগলে রাখে। পরীর বাচ্চাদের এমন সো কল্ড বাপের মোটেও দরকার নাই, অন্তত এতদিনে সেটা প্রমাণিত তোমার কাছে সোনাটা। ওদের কাছে ওদের মা-বাপ আমি একাই সব। কারণ ওরা এটাই বুঝে বুঝে বড় হচ্ছে। কিন্তু আমাকে বোঝ দেয়ার মতন তোমার কিচ্ছু নেই সোনা জীবনে আর…।”

বাবা হিসেবে হাসপাতাল থেকে সন্তানের শারীরিক অবস্থা রাজের মুঠোফোনে আপডেট পাঠানো হয়ে থাকে। সেই প্রসঙ্গে পরীমণি বলেন, “আমি সব মাফ করলেও আজীবন আমার এই ঘেন্নায় তোমাকে বাঁচতে হবে সোনা। মরে গেলে তো মরেই যেত। হসপিটালের আপডেট যায় তো সোনা তোমার ফোনে! ওসব দেখে অন্ধ হয়ে যাও না কেন তুমি? কিছু ঘেন্না খোলাই হয়।”

আরও পড়ুন- Aamir Khan: ‘২-৩ সপ্তাহ কথাও বন্ধ’, অবসাদে বিপন্ন আমির!

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজ। তবে পারিবারিকভাবে ২০২২ সালের ২২ জানুয়ারি ঘরোয়াভাবে আবার তাদের বিয়ে হয়। ২০২২ সালের ১০ আগস্ট তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্ম হয়। পরে পরীমণি একটি কন্যাসন্তান দত্তক নিয়েছেন। একাই দুই সন্তানকে মানুষ করছেন পরীমণি। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal