# Tags
#Blog

মাদলের আওয়াজে মাতল পাহাড়, শিলিগুড়িতে এই প্রথম তেরাই হিমালয়ান ফেস্টিভ্যাল উদযাপন !

মাদলের আওয়াজে মাতল পাহাড়, শিলিগুড়িতে এই প্রথম তেরাই হিমালয়ান ফেস্টিভ্যাল উদযাপন !
Listen to this article


বাচ্চু দাস, দার্জিলিং: শিলিগুড়িতে অনুষ্ঠিত হল “তেরাই হিমালয়ান ফেস্টিভ্যাল”। এই প্রথম শহর শিলিগুড়িতে অনুষ্ঠিত হল তেরাই হিমালয়ান ফেস্টিভ্যাল। মূলত দশ ঘন্টা ব্যাপী এই ফেস্টিভ্যালে উপচে পড়ল ভিড়।

জানা গিয়েছে, দার্জিলিং জেলা প্রশাসন, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ও শিলিগুড়ি পৌর নিগমের যৌথ উদ্যোগে এই প্রথম শহর শিলিগুড়ির সেবক মোড় থেকে এয়ার ভিউ মোড় পর্যন্ত রবিবার আয়োজিত হল তেরাই হিমালয়ান ফেস্টিভ্যাল। এদিন এই ফেস্টিভ্যালের শুভ উদ্বোধন করেন দার্জিলিং জেলাশাসক প্রীতি গোয়েল, শিলিগুড়ি মেয়র গৌতম দেব, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সি সুধাকার, পৌরনিগমের ডেপুটির রঞ্জন সরকার, এসডিও শিলিগুড়ি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।

মূলত এই ফেস্টিভ্যালে ফ্লাওয়ার শো, পেট শো, আর্ট এক্সিবিশন সহ বেশ কিছু কার্যকলাপ অনুষ্ঠিত হবে এই দশ ঘন্টা ব্যাপী। যার মধ্যে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। বিশেষ করে দার্জিলিংয়ের ঐতিহ্য এবং সংস্কৃতিকেও তুলে ধরা হবে এই ফেস্টিভ্যালের মঞ্চে। পাশাপাশি যেহেতু বেলা বারোটা   থেকে রাত দশটা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে, সে কারণে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত জরুরিকালীন ব্যবস্থায় মোতায়েন রাখা হয়েছে।

এছাড়াও এই অনুষ্ঠান চলাকালীন থাকছে পুলিশি বিশেষ নজরদারি এবং যেহেতু শহরের গুরুত্বপূর্ণ রাস্তা সেবক মোড় থেকে এআর ভিউ মোড় পর্যন্ত অনুষ্ঠান চলাকালীন বন্ধ থাকবে, সে কারণে মানুষের কোনও যাতে চলাচলের সমস্যা না হয় সেদিকে নজর রেখে করা হয়েছে বিশেষ ট্রাফিক ব্যবস্থা। ঘুর পথ দিয়ে সমস্ত গাড়ি যাওয়া আসা করবে বলে আগেভাগেই জানিয়ে দেওয়া হয়েছে, শিলিগুড়ি মেট্রো পলিটন পুলিশের ট্রাফিক বিভাগের তরফে। অপরদিকে এদিন অনুষ্ঠান শুরু হতে মানুষের ভিড় লক্ষ্য করা যায় তেরাই হিমালয়ান ফেস্টিভেল-এ।

আরও পড়ুন, ভোগান্তির রেল অবরোধ, হাওড়া-খড়গপুর শাখায় ঘণ্টা তিনেক ব্যাহত রইল পরিষেবা

আরও দেখুন



Source link

Virat Kohli-Babar Azam | IND vs PAK Champions Trophy 2025: ‘চুপ মুহূর্ত চুপ’; বাবরের পিঠে বিরাটের হাত, মহাযুদ্ধের ভাইরাল ছবি দেখলেন?

Virat Kohli-Babar Azam | IND vs PAK

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal