
আইপিএলে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খান-জুহি চাওলাদের দলের সামনে এবার খেতাব রক্ষার লড়াই।

দশ বছরের খরা কাটিয়ে গতবার চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএল জিতেছিলেন নাইটরা।

সেটা ছিল কেকেআরের তৃতীয় আইপিএল ট্রফি। এবার মুকুট নিজেদের কাছেই রাখার পরীক্ষা নাইটদের।

আইপিএলে কেকেআর অভিযান শুরু করবে ঘরের মাঠে। ২২ মার্চ প্রথম ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

তার আগে প্রস্তুতি শুরু করে দিয়েছে কেকেআর। মুম্বইয়ে কেকেআর অ্যাকাডেমিতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন নাইটরা।

মুম্বইয়ে এক সপ্তাহের প্রস্তুতি শিবির করছে কেকেআর। মূল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ইডেনে হবে নাইটদের চূড়ান্ত প্রস্তুতি শিবির।

আপাতত মুম্বইয়ে কেকেআরের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন ভারতের ঘরোয়া ক্রিকেটারেরা। রয়েছেন বেঙ্কটেশ আইয়ার, মণীশ পাণ্ডেরা।

মুম্বইয়ে ২১-২৮ ফেব্রুয়ারি চলবে নাইটদের প্রস্তুতি শিবির। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, বোলিং কোচ ভরত অরুণদের তত্ত্বাবধানে।

রিঙ্কু সিংহ, রামনদীপ সিংহ, বৈভব অরোরা, অঙ্গকৃষ রঘুবংশীরা নেটে ঘাম ঝড়াচ্ছেন।

কেকেআরের প্রধান কোচ পণ্ডিত বলেছেন, ‘যে সমস্ত ক্রিকেটারেরা এই মুহূর্তে ঘরোয়া ক্রিকেট খেলছে না, তারা সকলেই প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছে। সবাই এসে গেলে আমাদের চূড়ান্ত শিবির করা হবে।’
Published at : 23 Feb 2025 05:22 PM (IST)
আরও জানুন আইপিএল
আরও দেখুন