# Tags
#Blog

Virat Kohli-Babar Azam | IND vs PAK Champions Trophy 2025: ‘চুপ মুহূর্ত চুপ’; বাবরের পিঠে বিরাটের হাত, মহাযুদ্ধের ভাইরাল ছবি দেখলেন?

Virat Kohli-Babar Azam | IND vs PAK Champions Trophy 2025: ‘চুপ মুহূর্ত চুপ’; বাবরের পিঠে বিরাটের হাত, মহাযুদ্ধের ভাইরাল ছবি দেখলেন?
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাল ২০২২, অফ-ফর্ম তো নয়, যেন শনির দশা চলছিল বিরাট কোহলির (Virat Kohli),  দেশের প্রাক্তন অধিনায়ক ও বিশ্ববন্দিত ব্যাটার কেরিয়ায়ের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। কপিল দেবের মতো প্রাক্তনরা তখন বলেছিলেন, অনেক হয়েছে, কোহলিকে এবার বসানো উচিৎ। বিরাটের কঠিন সময়ে তাঁর পাশে এসে দাঁড়িয়ে ছিলেন বাবর আজম (Babar Azam)। 

আরও পড়ুন: বিশ্বরেকর্ডের পরেই অপ্রত্যাশিত মোড়! না চেয়েও শামিকে দুবাইয়ে দেখতে হল…

ট্যুইট (অধুনা এক্স) করে কোহলির জন্য বিরাট সমর্থন বার্তা দিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার ও প্রাক্তন পাক অধিনায়ক। ২০২১-এর টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে একটি ছবি ভাইরাল হয়েছিল। টসের সময় কোহলি হাসি মুখে হাত রেখেছিলেন বাবরের কাঁধে। সেই ছবি পোস্ট করে বাবর জানিয়েছেন যে, কঠিন সময় কেটে যাবে। বিরাটকে শক্ত থাকতে বলেছিলেন তিনি…

ফের একবার ‘চুপ মুহূর্ত চুপ’; আবারও সেই একই ছবি। বাবরের পিঠে বিরাট হাত রাখলেন, বাবর হাত রাখলেন বিরাটের কোমরে। আজ, রবিবার দুবাইয়ে ‘মাদার অফ অল ব্যাটল’-এ মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এবার বিশ্বকাপ নয়, তবে আইসিসি-র ইভেন্ট। বাবর-বিরাটের এই ছবি দেখে নেটপাড়া বলতে শুরু করেছে, ‘দিনের সেরা ছবি’ এটাই। বিরাটের অনেক পরেই বাবরের ক্রিকেটীয় উত্থান। তবুও বাবর নিজেকে নিয়ে গিয়েছেন অন্য উচ্চতায়। তাঁর সঙ্গে প্রায়ই চলে বিরাটের তুলনা। কিন্তু বাবর বারবার বুঝিয়ে দেন যে, চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ব্যাটিং মহারথীর প্রতি তাঁর সম্মান ঠিক কোন জায়গায়। 

আরও পড়ুন: দুই ওপেনারকে ফিরিয়ে রিজওয়ানদের বিরাট ধাক্কা দিল ভারত…

প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পাকিস্তান ৩১ ওভারের শেষে ১৩৭ রানে ২ উইকেট হারিয়েছেন। ফিরে গিয়েছেন দুই ওপেনার বাবর (২৬ বলে ২৩), ইমাম (২৬ বলে ১০)। বাবরকে ফিরিয়েছেন হার্দিক পান্ডিয়া, ইমামকে দুরন্ত রানআউট করেছেন অক্ষর প্যাটেল। ক্রিজে আছেন মহম্মদ রিজওয়ান (৪১) সৌদ সাকিল (৫০)

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Mother murder Daughter | Daughter Pregnant | বছর কুড়ির অবিবাহিতা মেয়ে গর্ভবতী, রাগে খুন করল মা! মুম্বইয়ে নির্মমতা…

Mother murder Daughter | Daughter Pregnant |

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal