# Tags
#Blog

Aamir Khan: ‘২-৩ সপ্তাহ কথাও বন্ধ’, অবসাদে বিপন্ন আমির!

Aamir Khan: ‘২-৩ সপ্তাহ কথাও বন্ধ’, অবসাদে বিপন্ন আমির!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবসাদ, এই শব্দটা এখন কম বেশি সবার সঙ্গেই জড়িয়ে নাগরিক জীবনে। তারকা থেকে সাধারণ মানুষ অনেকেই ভুগছেন মনের এই অসুখে। অবসাদের ভোগার গল্প শেয়ার করে শোরগোল ফেলে দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। অবসাদ (Anti Depression Awarness) নিয়ে কথা বলা যেখানে ছুঁত্‍মার্গ সেই গ্ল্যামারের পিছনের অন্ধকারের কথাও শেয়ার করেছিলেন দীপিকা। এবার অবসাদ নিয়ে মুখ খুললেন আমির খান (Aamir Khan)। লাল সিং চাড্ডা (Lal Singh Chaddha) ছবির ব্যর্থতার পর অবসাদে তলিয়ে যাচ্ছিলেন মেগাস্টার আমিরও। 

আরও পড়ুন- Jhilam Gupta: ‘কনটেন্টের নামে নোংরামিকে নরমালাইজ করা হচ্ছে’, ঝিলামের পোস্ট ঘিরে উত্তাল নেটপাড়া…

জনপ্রিয় হলিউডি ছবি ‘ফরেস্ট গাম্প’ এর হিন্দি রিমেক ছিল লাল সিং চাড্ডা। দীর্ঘ পাঁচ বছর ধরে এই ছবি তিলে তিলে গড়ে তুলেছিলেন আমির খান। এই ছবির পিছনে নিজের সময়, ক্রিয়েটিভিটি, অভিনয় সবই উজাড় করে দিয়েছিলেন অভিনেতা। কিন্তু ছবি রিলিজের কিছুদিনের মাথাতেই মুখ থুবড়ে পড়ে লাল সিং চাড্ডা। এই ব্যর্থতা মন থেকে মেনে নিতে পারেননি আমির। ছবির ব্যর্থতা থেকে ধীরে ধীরেই অবসাদ গ্রাস করে আমিরকে। 
 
এর আগে কলকাতায় ‘লাপাতা লেডিজ’-এর প্রচারে এসে কিরণ রাও জি ২৪ ঘণ্টাকে বলেছিলেন যে লাল সিং চাড্ডার ব্যর্থতায় ভেঙে পড়েছিলেন আমির খান। এবার ফের সেই কথাই শেয়ার করলেন আমির নিজেই। আমির এক সাক্ষাত্‍কারে বলেন, ‘যখন আমার ছবি চলে না, তা থেকে মনখারাপ হয়। ছবি তৈরি করা খুবই শক্ত। অনেকসময়েই তা পরিকল্পনামাফিক হয় না। লাল সিং চাড্ডায় আমি জানপ্রাণ দিয়ে অভিনয় করেছিলাম কিন্তু সেটা ফরেস্ট গাম্পের উচ্চতায় পৌঁছলো না।’

আরও পড়ুন- Amir Khan | Hospitalised | সব কাজ ফেলে হঠাত্‍ হসপিটালে আমির খান ! কী হল থ্রি ইডিয়টসের ‘ব়্যাঞ্চোর?’

‘যখন আমার ছবি ব্যর্থ হল, তখন দুই থেকে তিন সপ্তাহে আমি অবসাদে ভেঙে পড়েছিলাম। কারোর সঙ্গে কথাও বলতাম না। তারপর টিমের সঙ্গে বসে কথা বললাম। বিশ্লেষণ করলাম ঠিক কোথায় আমরা ফেল করলাম। আমি আমার ব্যর্থতাকে খুবই গুরুত্ব দিই ও তার থেকে শিখি।’, বলেন আমির। কিছুদিন আগে করিনা কাপুর খান জানিয়েছিলেন, কীভাবে লাল সিং চাড্ডার ব্যর্থতার পর ভেঙে পড়েছিলেন আমির। করিনার সঙ্গে দেখা হওয়ার পর তিনি জিজ্ঞেস করেছিলেন, ‘ছবিটা চলল না, তুমি আমার সঙ্গে আর কথা বলবে তো’? শুনে অবাক হয়েছিলেন করিনা। তখনই তিনি কথা বলে বোঝেন যে অবসাদে ভুগছেন আমির। 

পাশাপাশি আমির জানান যে যেকোনও ছবির সাফল্যই তাঁর আয়ের একমাত্র উত্‍স। বিগত ২০ বছরে তিনি কোনও ছবির জন্য পারিশ্রমিক নেন। ছবি হিট হলে তবেই তাঁর লভ্যাংশ থেকে পারিশ্রমিক নিয়েছেন তিনি। তাই যেকোনও ছবির ব্যর্থতা শুধু তাঁর কেরিয়ার নয়, প্রভাব ফেলেছে তাঁর ব্যক্তিগত অর্থনীতিতেও, দাবি আমিরের। 

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ… 
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal