ABP Ananda Live: ১০ দিনের মাথায় ফের উত্তপ্ত বীরভূমের কাঁকরতলা। এলাকা দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে তৃণমূলকর্মীর মৃত্যু। তৃণমূলকর্মী শেখ নিয়ামুলকে পিটিয়ে খুনের অভিযোগ। এলাকার রাশ কার হাতে থাকবে, তা নিয়ে গতকাল বিকেলে কাঁকরতলার বড়রা গ্রামে সংঘর্ষ। অভিযোগ, বাড়ি ফেরার সময় শেখ নিয়ামুলকে মারধর করে শেখ কালো গোষ্ঠীর লোকজন। গুরুতর জখম নিয়ামুলকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হয়। রাতে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে, মৃত্যু হয় ওই ব্যক্তির।
ছুটে এল বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস, হঠাৎ বিকট শব্দ… তারপর?
হাওড়া বর্ধমান কর্ড লাইনে ফাটল। হঠাৎ বিকট শব্দ শোনা যায় এদিন। ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায় ট্রেন। হতাহতের কোনও খবর নেই। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস।
রেল সূত্রে খবর, বেলমুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় লাইনে ফাটল দেখা যায়। ১২৫০৯ আপ ব্যাঙ্গালোর গুয়াহাটি এক্সপ্রেস হাওড়া বর্ধমান কর্ড লাইন দিয়ে যাওয়ার সময় বেলমুড়ি রেলগেট সংলগ্ন এলাকায় একটি বিকট শব্দ হয়। তারপরেই ট্রেনটি ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায়। গেট ম্যান গিয়ে দেখেন লাইনে ফাটল হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে স্টেশনে খবর দেন। কিছুক্ষনের মধ্যেই রেলকর্মীরা এসে ফাটল মেরামতি কাজ শুরু করে। এক ঘণ্টা পর এক্সপ্রেস ট্রেনটি পুনরায় গন্তব্যের দিকে রওনা দেয়।