# Tags
#Blog

I&B ministry | OTT platform | সাবধান! OTT বা ইউটিউব-ইনস্টায় আর সাত খুন মাফ নয়, অশ্লীলতা রুখতে কড়া কেন্দ্র…

I&B ministry | OTT platform | সাবধান! OTT বা ইউটিউব-ইনস্টায় আর সাত খুন মাফ নয়, অশ্লীলতা রুখতে কড়া কেন্দ্র…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : ওটি’টি প্ল্যাটফর্ম বা youtube বহুল জনপ্রিয় হওয়ায়, আর কনটেন্ট ক্রিয়েশন এর ক্ষেত্রে, অনেকেই ব্যবহার করে  এই প্ল্যাটফর্মগুলোকে। ক্রমশ কনটেন্টের ক্ষেত্রে জনপ্রিয়তার নেশায় একে অন্যকে পাল্লা দিয়ে চলেছে। এতে ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট বেশিরভাগ সময়ই শালীনতার সীমা লংঘন করছে। অশ্লীল কদর্য ভাষা এবং বিষয়বস্তুর উপস্থাপনায়, ক্রিয়েটাররা জনপ্রিয় হওয়ার চেষ্টা করছে। এ যেন পুরো সামাজিক অবক্ষয়। আট থেকে আশির হাতে মোবাইল থাকার দরুণ, স্ক্রল করছে বিভিন্ন ধরণের কনটেন্ট । কদর্য ভাষা, অসভ্যতা, রুচিহীন এবং নিম্নগামী কনটেন্ট দেখানোর ক্ষেত্রে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্র নিয়ম জারি করেছে। উদ্দাম যৌনতার মত কনটেন্ট ওটিটি প্লাটফর্মগুলোতে দেখানো হচ্ছে, যা একেবারেই কাম্য নয়। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কোন কনটেন্ট আর ওটিটি প্ল্যাটফর্মে দেখানো যাবে না, এই মর্মে সাবধান করা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে।

সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রক স্বাধীন সোশ্যাল মিডিয়া এবং youtube প্ল্যাটফর্মগুলিকে কঠোরভাবে মন্ত্রকের নিয়ম মেনে কনটেন্ট পাবলিশ করতে বলেছে। রণবীর আলাহবাদিয়া ইস্যু এবং সেই শো নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত তরজা চলে গেছে। কেন্দ্র জানিয়েছে বিভিন্ন সূত্র মারফত্‍ জানতে পেরেছে , সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মগুলোতে খুল্লামখুল্লা যৌনতার প্রদর্শন হচ্ছে।
 
আইনের চোখে অশ্লীল বেমানান এবং বেআইনি কোন তথ্য কোন অনুষ্ঠান বা কোন কনটেন্ট প্রদর্শন করা যাবে না। ‘এ রেটেড’ কন্টেন্ট দেখানোর ক্ষেত্রে বিধিবদ্ধ সতর্কীকরণ দেখানো অবশ্য বাধ্যতামূলক। অর্থাৎ নাবালক নাবালিকাদের শরীর এবং মনের প্রভাব ফেলতে পারে এমন কনটেন্ট  প্রদর্শন আইনত নিষিদ্ধ। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক নির্দেশিকা জারি করেছে যে, সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম বা ওটিটি প্লাটফর্মগুলোকে পরবর্তীতে যথেষ্ট সচেতন হওয়া উচিত কনটেন্ট নির্বাচনের ক্ষেত্রে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal