NOW READING:
বিয়ের মরশুমে বড় সুযোগ, এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম; আজ কী দামে পাবেন ?
February 21, 2025

বিয়ের মরশুমে বড় সুযোগ, এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম; আজ কী দামে পাবেন ?

বিয়ের মরশুমে বড় সুযোগ, এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম; আজ কী দামে পাবেন ?
Listen to this article


Gold Rate Today:  সোনার দামে আজ বড় বদল। এবারে স্বস্তি পাবেন গ্রাহকরা। এক ধাক্কায় অনেকখানি কমে গিয়েছে দাম। বেশ কিছুদিন ধরে সোনার দাম বেড়েই চলছিল। তবে আজ শুক্রবারে অনেকখানি (Gold Price Today) কমে গিয়েছে সোনার দাম। আজ বাংলার বাজারে সোনা কিনতে কমবে খরচ। প্রতিদিনই বাড়ে কমে এই মূল্যবান ধাতু। তবে এই কয়েক দিনে বাজেটের পর থেকে প্রতিদিনই বাড়ছে সোনার দাম। আজ আরও দাম কমেছে, সস্তা হয়েছে সোনা, এখন কিনলে সাশ্রয় হবে আপনার। দেখে নিন আজ গয়না গড়াতে কত খরচ হবে ? ২২ ক্যারাট কিংবা ২৪ ক্যারাট সোনার দাম (Gold Rate) আজ কত হল বাংলায় ? 

আজকের সোনার দাম (২১ ফেব্রুয়ারি ২০২৫)









সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৮৫৬৬
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৮১৪০
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৭৭৯৫
১৮ ক্যারেট ১ গ্রাম ৬৬৮০
রুপো (৯৯৯) ১ কেজি ৯৬,৮৭৫

সোনার দাম বাড়া বা কমা অনেক কিছুর উপর নির্ভর করে।  আন্তর্জাতিক বাজারের সঙ্গে সরাসরি সম্পর্কিত সোনা রুপোর দাম। সোনার একাধিক প্রকার রয়েছে। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের, যদিও এই সোনায় গয়না গড়া হয় না। সঞ্চয়ের জন্য যাঁরা সোনার বার বা কয়েন কেনেন, তাঁরাই পাকা সোনা কেনেন। এরপর সামান্য খাদ মিশয়ে তৈরি হয় গয়নার সোনা, যা সাধারণত ২২ ক্যারেটের হয়। যত খাদ মেশানো হয় সোনায় তত ক্যারেট কমবে। এর পরে ১৮ ও ১৪ ক্যারেটের সোনাও পাওয়া যায়। হিরে বা পাথর সেটিংয়ের গয়নার জন্য ওই ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।                            

(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )

আরও পড়ুন: Multibagger Stock: ৫০ টাকারও কম দাম ছিল, আজ ১৪৩৫ টাকায় পৌঁছেছে এই শেয়ারের দাম ! ৬ বছরেই বিপুল রিটার্ন

আরও দেখুন



Source link