# Tags
#Blog

Hyderbad | Pen Cap Stuck: ২১ বছর ধরে কাশি সারছেই না, হাসপাতালে যেতে দেখা গেল…

Hyderbad | Pen Cap Stuck: ২১ বছর ধরে কাশি সারছেই না, হাসপাতালে যেতে দেখা গেল…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৬ বছরের বয়স তাঁর কিন্তু ২১ বছর ধরে সারছেই না কাশি। এমন কাশি যার ফলে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন ওই যুবক। পাশাপাশি ধীরেধীরে হারাচ্ছিলেন নিজের ওজন। শেষমেশ থাকতে না পেরে সে যখন ডাক্তারের কাছে গেল তখন চক্ষু চড়কগাছে উঠল ডাক্তারদের। 

আরও পড়ুন:  পুণ্যের ডুব আর হল না! বাস-ট্রাকের ভয়ংকর সংঘর্ষে মৃত ৬, আহত কমপক্ষে ৪০…

জানা গিয়েছে, হায়দরাবাদের একটি হাসপাতালে যখন ওই যুবক যায়, তখন পরীক্ষা করার পর জানা গিয়েছে ওই যুবকের লাংসে আটকে রয়েছে একটি পেনের ক্যাপ। যা কিছুদিন আগে না প্রায় ২১ বছর আগে ঢুকেছিল। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের কারিমনগরে। 

কেআইএমএস হাসপাতালের চিকিৎসক ডা. শুভঙ্কর নেদাল্লা তিনি জানান, যুবকের অবস্থা শেষ ১০ দিন ধরে আরও খারাপ হয়ে যায়। এমনকি রাতে ঘুম পর্যন্ত হচ্ছিল না তাঁর। তিনি আরও জানান, ‘যখন রোগী আসল, তখন তার সিটি স্ক্যান করানো হয়। যেখানে লাংসে একটি মাংসপিণ্ডর মতন দেখতে পায় করি আমরা। যদিও পরবর্তীতে বুঝতে পারি ওটা পেনের ক্যাপ।’

আরও পড়ুন: POCSO আইনেও ফাঁসিতে ঝোলেনি ‘সিরিয়াল রেপিস্ট’, বেরিয়ে এসেই লালসা মিটিয়ে ‘খুন’ নাবালিকাকে…

সেই সময় তাঁর ভাইকে ডেকে পাঠানো হয়। ডাক্তাররা জিজ্ঞেস করেন ছোটবেলায় কোনওভাবে কিছু খেয়ে ফেলেছিল নাকি। তখন সে জানায় বছর পাঁচ বয়সে সে কিছু খেয়ে ফেলেছিল। যদিও তখন ডাক্তার দেখানো হলেও কিছুই খুঁজে পাওয়া যায়নি। যদিও পরে ডাক্তারদের প্রচেষ্টায় সেই পেনের ক্যাপটি বার করা হয়। এমন ঘটনা বারবার দেখা যায়। যেখানে বাচ্চা ভুলবসত কিছু না কিছু খেয়ে ফেলে। তাই বারবার বাবা-মাদের সতর্ক থাকার পরামর্শ দেন ডাক্তাররা। যদি মনে হয় বাচ্চা বা বড় কিছু খেয়ে ফেলেছে তাহলে অতি অবশ্যয় ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)   





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal