NOW READING:
ভারতে মহিলাদের জন্য আসছে ক্যান্সার ভ্য়াকসিন, এই সময় হবে লঞ্চ, কারা নেওয়ার যোগ্য ?
February 19, 2025

ভারতে মহিলাদের জন্য আসছে ক্যান্সার ভ্য়াকসিন, এই সময় হবে লঞ্চ, কারা নেওয়ার যোগ্য ?

ভারতে মহিলাদের জন্য আসছে ক্যান্সার ভ্য়াকসিন, এই সময় হবে লঞ্চ, কারা নেওয়ার যোগ্য ?
Listen to this article


 

Cancer Treatment : ক্যান্সার চিকিৎসায় এবার বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত। মহিলাদের ক্যান্সার প্রতিরোধে (Cancer Vaccine For Women) দেওয়া হবে ভ্যাকসিন  (Vaccine) । শীঘ্রই ভারতের বাজারের আসতে চলেছে এই টিকা। জেনে নিন, কারা নিতে পারবে এই ভ্য়াকসিন ?

কারা এই টিকা নেওয়ার যোগ্য
ক্যান্সার টিকাকরণ নিয়ে মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপরাও যাদব জানিয়েছেন, মহিলাদের প্রভাবিত করে এমন ক্যান্সার প্রতিরোধের জন্য টিকা আনতে চলেছে সরকার। আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে তৈরি হবে এই ভ্য়াকসিন। ৯-১৬ বছরের বয়সীরা এই টিকা নিতে পারবে। কেন্দ্রীয় স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও আয়ুষ (স্বাধীন দায়িত্ব) প্রতিমন্ত্রী আরও জানান, ভ্যাকসিন গবেষণা প্রায় শেষের পথে, এখন ট্রায়াল চলছে।

৩০ বছরের বেশি বয়সী মহিলাদের হবে স্ক্রিনিং
এই বলেই অবশ্য় থেমে থাকেননি কেন্দ্রীয় মন্ত্রী। তিনি আরও বলেন, “দেশে ক্যান্সার রোগীর সংখ্যা বেড়েছে। কেন্দ্রীয় সরকার এই সমস্যার সমাধানের জন্য পদক্ষেপ নিয়েছে। এখন ৩০ বছরের বেশি বয়সী মহিলাদের হাসপাতালে স্ক্রিনিং করা হবে। পরে রোগ প্রাথমিকভাবে সনাক্ত করার জন্য ডে-কেয়ার ক্যান্সার কেন্দ্র তৈরি করবে সরকার।” ইতিমধ্যেই ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ওষুধের শুল্কতেও ছাড় দিয়েছে কেন্দ্র।

কোন ধরনের ক্যান্সার রোধে কাজে লাগবে এই ভ্য়াকসিন
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন স্তন, মুখ ও জরায়ুর ক্যান্সার প্রতিরোধে কাজে আসবে এই টিকা। বর্তমানে কেন্দ্রের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলিতে আয়ুষের সুবিধার বিষয়ে জিজ্ঞাসা করা হলে, যাদব বলেছেন, হাসপাতালে আয়ুষ বিভাগ রয়েছে। রোগীরা এখনই এর সুবিধা পেতে পারেন। দেশে এমন ১২,৫০০ স্বাস্থ্য সুবিধা কেন্দ্র রয়েছে। আগামী দিনে সরকার এই সংখ্যা আরও বাড়াবে।

ক্যান্সার ভ্যাকসিন কী ?
ক্যান্সার ভ্যাকসিন হল এক ধরনের ইমিউনোথেরাপি, যার লক্ষ্য ক্যান্সার কোষের বিরুদ্ধে শরীরের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্যান্সারকে রুখে দেওয়া। প্রথাগত ভ্যাকসিনগুলির তুলনায় এটি আলাদা। কারণ প্রথাগত ভ্য়াকসিন আসলে প্রতিরোধ ব্যবস্থাকে উদ্দীপিত করার জন্য মৃত বা দুর্বল ভাইরাস বা ব্যাকটেরিয়া নিয়ে থাকে। আসলে ক্যান্সারের ভ্যাকসিনগুলি ক্যান্সার কোষগুলিতে পাওয়া নির্দিষ্ট প্রোটিন বা অ্যান্টিজেনকে নিশানা করে। ক্যান্সার ভ্যাকসিনের দুটি প্রাথমিক রূপ রয়েছে। একটি ‘প্রিভেনন্টিভ’ ও অন্যটি ‘থেরাপিউটিক’।

কোন ভ্যাকসিন কী কাজে লাগে
প্রিভেন্টিভ ভ্যাকসিনগুলি ক্যান্সারের সূত্রপাত রোধ করার জন্য ডিজাইন করা হয়েছে। যেখানে থেরাপিউটিক ভ্যাকসিনগুলি ক্যান্সারের চিকিত্সার জন্য ব্যবহার করা হয়। এটি মূলত, টিউমারের আকার হ্রাস করে বা শরীরের অন্য কোথাও তা বাড়তে বা ছড়াতে দেয় না। এখনও পর্যন্ত গঠনমূলক পর্যায়ে রয়েছে এই ক্যান্সারের ভ্যাকসিনগুলি। যা মেলানোমা ও প্রোস্টেট ক্যান্সারের মতো ক্যান্সারের কিছু ফর্মের ক্লিনিকাল ট্রায়ালে কার্যকর হয়েছে। তাদের কার্যকারিতা আরও বাড়ানোর জন্য কেমোথেরাপি ও রেডিয়েশন থেরাপির মতো অন্যান্য থেরাপির সঙ্গে এগুলিকে মিশিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে।

Bangladesh News: ‘ আমি ফিরব, আমাদের শহিদদের প্রতিশোধ নেব’, বাংলাদেশে কবে ফেরার কথা বলছেন শেখ হাসিনা ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও দেখুন



Source link