NOW READING:
Suvendu Adhikari Attack Mamata Banerjee Over Maha Kumbh 2025 Comment
February 18, 2025

Suvendu Adhikari Attack Mamata Banerjee Over Maha Kumbh 2025 Comment

Suvendu Adhikari Attack Mamata Banerjee Over Maha Kumbh 2025 Comment
Listen to this article


কলকাতা: বিধানসভায় মহাকুম্ভ প্রসঙ্গে বলতে গিয়ে মৃত্যকুম্ভ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে তোলপাড় কাণ্ড। যা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। ক্ষোভের পাহাড় জমেছে বিভিন্ন মহলে।

কী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

“মহাকুম্ভ আমি নাই বা বললাম। ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে। মৃত্যুকূপের মতো। আমরা মহাকুম্ভকে সম্মান করি। আমি শ্রদ্ধা জানাই। গঙ্গা মাকে সম্মান জানাই। কিন্তু পরিকল্পনা ছাড়া… এত মানুষের মৃত্যু। বললেন ৩০ জনের মৃত্যু। কথাটা কি সঠিক? কত মৃতদেহ ভাসিয়ে দিয়েছেন! কত? হাজার হাজার। আট বার আগুন লেগেছে।  বড়লোকদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, আর গরিবদের জন্য… লাইনে দাঁড়ান। ১৫-২০ ঘণ্টা দাঁড়িয়ে… একটা মাদুরে বসলেও ২ হাজার টাকা। একটা লাল চা ৫০০ থেকে ২ হাজার টাকা, স্নানের জন্য আলাদা টাকা। মহাকুম্ভের পবিত্র জায়গা আপনারা দূষিত করেছেন। সব জায়গায় হাইপ তুলে দিয়েছে। মৃতদেহের উপর দিয়ে যাঁরা হাইপ তুলছেন আর টাকা কামানোর চেষ্টা করছেন, তাঁদের আমি মেনে নিতে পারি না। এত বড় একটা আয়োজন, পদপিষ্ট হতেই পারে, কিন্তু প্ল্যানিং করতে হবে। কী প্ল্যানিং করেছিলেন? ফ্রিতে ট্রেন দিচ্ছেন। আগে দেখুন আদৌ সেই পরিকাঠামো আছে কিনা। ”

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে কড়া ভাষায় নিন্দা করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “বিধানসভায় মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন। প্রত্যাহার করুন, ক্ষমা চান। মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলতে পারেন না। ৪০ কোটি হিন্দু পুণ্যার্থী স্নান করেছেন। মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলতে পারেন না। ৪০ কোটি হিন্দু পুণ্যার্থী স্নান করেছেন…হিন্দু সমাজ, সন্ত সমাজকে বলছি প্রতিবাদ করুন। এটা হিন্দুদের উপর আঘাত, মহাকুম্ভের উপর আঘাত।”

মুখ্যমন্ত্রী মন্তব্যের তীব্র নিন্দা করেছেন অন্ধ্রপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী পবন কল্যাণ। তিনি বলেন, “আমার মনে হয় সমস্যা হল সনাতন ধর্ম নিয়ে মন্তব্য করা খুবই সহজ। একই স্তরে অন্য কোনও ধর্মের সমালোচনা করতে পারে না। বুঝতে পারে না যে তাঁরা কোটি কোটি মানুষের অনুভূতিতে আঘাত করছে।” মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে ক্ষুব্ধ অখিল ভারতীয় সন্ত সমিতি জাতীয় সাধারণ সম্পাদক স্বামী জিতেন্দ্রানন্দ সরস্বতী। তিনি বলেন, “মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কড়া নিন্দা করছি। মমতাদিদি এটা সত্যি যে মহাকুম্ভ নয় আপনার জন্য এটা মৃত্যুকুম্ভের বরাবর। ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, পূর্ব ভারত থেকে যেভাবে আসছেন কুম্ভস্নানের জন্য আসছেন। আপনার অস্থির হওয়ার জন্য যথেষ্ট কারণ রয়েছে।রাজ্যের বিধানসভা নির্বাচনে আপনার রাজনৈতিক কেরিয়ারের জন্য মৃত্যুকুম্ভই হতে চলেছে।”  

আরও পড়ুন: Saline Controversy: ‘রিঙ্গার ল্যাকটেটে কোনও গলদ নেই,’ স্যালাইন বিতর্কে মন্তব্য মমতার

আরও দেখুন



Source link