# Tags
#Blog

‘ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা..’, মুখ্যমন্ত্রীর দিকে পাল্টা একাধিক প্রশ্ন ছুঁড়ে দিলেন শুভেন্দু !

‘ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা..’, মুখ্যমন্ত্রীর দিকে পাল্টা একাধিক প্রশ্ন ছুঁড়ে দিলেন শুভেন্দু !
Listen to this article


কলকাতা: বিধানসভায় বেনজির সংঘাত। ভিতরে আক্রমণে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাইরে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তীব্র আক্রমণ শানিয়ে শুভেন্দু বলেন, ‘উনি হিন্দু নামে আতঙ্কিত,উনি আতঙ্কিত মৌলবাদী, জঙ্গিবাদ, কুম্ভের নামে।’ তারপরেই বলিউডি স্টাইলে বলেন, ‘ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা।’ এদিন মুখ্যমন্ত্রীর পাল্টা একাধিক প্রশ্নের সামনে মমতাকে দাঁড় করালেন শুভেন্দু (Suvendu Adhikari)।

‘আমি জঙ্গি, না মুখ্য়মন্ত্রী..’

এদিন শুভেন্দু বলেন, ‘উনি কতগুলো প্রশ্ন ছুড়ে দিয়েছেন।কতগুলো বক্তব্য়ে আপত্তি করেছেন। বিরোধী দলনেতার বিরুদ্ধে তিনি বলেছেন, আমি প্রধানমন্ত্রীকে বলব যে আমি জঙ্গি, না মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়, আপনার রাজ্য়ে শাদ শেখ, আনসারুল্লা বাংলা, তিনি দেড় বছর ধরে মুর্শিদাবাদের হরিহর পাড়ায়, খারিজি মাদ্রাসা চালালেন। আপনার পুলিশ কেন জানতেও পারল না? আপনার BDO, SDO, DM কেন শাদ শেখের নাম ভোটার লিস্টে তুলল?’ 

‘ ওরা যদি রাস্তায় নামে, তাহলে আপনি সামলাতে পারবেন তো? ‘

বিরোধী দলনেতার সংযোজন,  ‘আপনি আপনার নিজের বক্তব্যে নিজেরই ক্ষতি করেছেন। আপনি বলেছেন, যে ওরা সামলে আছে, ওরা যদি রাস্তায় নামে, তাহলে আপনি সামলাতে পারবেন তো? আপনি কী বলতে চাইছেন? এই সাদ শেখ-কে আপনার মুর্শিদাবাদ পুলিশ, রাজ্যের এসটিএফ ধরেনি কেন? কেন অসম থেকে পুলিশকে আসতে হয়েছে, এর উত্তর আপনাকে দিতে হবে। আপনার এসটিএফ কেন জাভেদ মুন্সিকে ধরে না, এর উত্তর আপনাকে দিতে হবে। আপনি কাকে ভয় দেখাচ্ছেন? আপনি তো এর আগে উস্কেছেন। আপনারা উস্কে হাজার দুয়ারি এক্সপ্রেস পুড়িয়েছেন, রেজিনগরে, বেলডাঙাতে রেল স্টেশন পুড়িয়েছেন।’

‘কেন সরস্বতী পুজোর জন্য় কেন হাইকোর্টে যেতে হবে ? আপনি ভোটের জন্য় তুষ্টিকরণের জন্য় এটা মুসলিম লিগের ২ র মতো আচরণ কেন ? ‘

এদিন আরও একগুচ্ছ প্রশ্ন তোলেন শুভেন্দু। বলেন, অন্য় লোক হেলেমট না পড়লে আপনি কেস দেন না, আমরা পড়লে দেন। কেন সরস্বতী পুজোর জন্য় কেন হাইকোর্টে যেতে হবে। বেলডাঙার ক্লাবের সম্পাদককে জেলে থাকতে হয় কেন। পুলিশ কেন আপনার দলের লোককে কিছু বলে না। আপনি ভোটের জন্য় তুষ্টিকরণের জন্য় এটা মুসলিম লিগের ২ র মতো আচরণ কেন ? আপনি ২২ কিমি বাংলাদেশ বর্ডার.. জমি দেননি। বটি নিয়ে মারতে যান বলেছেন বিএসএফকে। আমার রাজ্য়ে আর্মি আছে বলে নবান্নে ছিলেন। আপনি নবান্নের হেটে বলেন পুলওয়ামর সময় প্রমাণ কোথায়? ৫৪ শতাংশ বাঙালি একজায়াগায়। নন্দীগ্রামে আমাকে ভোট দিয়ে হিন্দুরা ভোট দিয়েছে। আপনাকে মুসলিমরা ভোট দিয়েছে। আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাব। আপনি ভবানীপুরে হারাব।

আরও পড়ুন, বিদ্যুতের দাম কমবে ? কী জানালেন মমতা

‘আমার কেশাগ্রে স্পর্শ হলে দায়ী থাকবেন বাংলার পুলিশমন্ত্রী’

বিরোধী দলনেতা আরও বলেন, ‘আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত হুমকি দিয়েছেন। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলব। আমি হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লিপিং নিয়ে যাব। মমতা বন্দ্যোপাধ্যায়কে থামাতে হাইকোর্টে আবেদন করব। আমার শরীরে, আমার কেশাগ্রে স্পর্শ হলে দায়ী থাকবেন বাংলার পুলিশমন্ত্রী। আমাকে থ্রেট করেছে. পুলিশ মন্ত্রী দায় নেবে। বিধানসভা কক্ষে, সর্বসমক্ষে সরাসরি তিনি বিরোধী দলনেতাকে হুমকি দিয়েছেন’, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর।

 

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal