# Tags
#Blog

Team India Jersey For Champions Trophy 2025: রোহিতদের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি থেকে নেটপাড়ায় ধরল দাউদাউ করে আগুন…

Team India Jersey For Champions Trophy 2025: রোহিতদের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি থেকে নেটপাড়ায় ধরল দাউদাউ করে আগুন…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ পর্যন্ত পাকিস্তান-দুবাই একসঙ্গে আয়োজন করছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025)। পাকিস্তানে আইসিসি-র টুর্নামেন্ট শেষবার হয়েছিল ১৯৯৬ সালে। বিশ্বকাপ আয়োজনের ২৮ বছর পর ফের এত বড় টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পিসিবি (PCB)। আগামী ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অভিযান শুরু বাংলাদেশের বিরুদ্ধে। তার আগেই  প্রকাশ্য়ে এসেছে রোহিতদের জার্সি (Team India Jersey For Champions Trophy 2025) যা দেখে নেটপাড়ায় দাউদাউ করে জ্বলছে আগুন…

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে এক নতুন বিতর্ক মাথাচাড়া দিয়েছিল। জানা গিয়েছিল যে, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম লেখানোয় তীব্র আপত্তি জানিয়েছে। পাকিস্তানে না খেলার পাশাপাশিই, চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনে রোহিত শর্মাকে না পাঠানোর সিদ্ধান্তও নিয়েছিল বিসিসিআই। এরপর পাকিস্তানের নাম জার্সিতে খোদাই না করার পথে হাঁটতে চেয়েছিল বিসিসিআই! কিন্তু রোহিতদের সেই মনোবাঞ্ছা পূরণ হয়নি। 

আরও পড়ুন: ‘বাবার ফোনের পরই…’, অপ্রত্যাশিত ধাক্কা রোহিতদের! দেশে ফিরলেন ১৫০০ উইকেটের মালিক

আইসিসি ইভেন্টে অংশগ্রহণকারী প্রতিটি ক্রিকেটীয় দেশকেই, নিজেদের জার্সিতে আয়োজক দেশের নাম লেখা বাধ্যতামূলক! ফলে রোহিতদের জার্সিতেও জ্বলজ্বল করছে পাকিস্তানের নাম। রোহিতরা পাকিস্তানের নাম মুছে ইভেন্টে নামতে পারল না। পাকিস্তানের নামাঙ্কিত জার্সি রোহিতরা গায়ে চাপাতেই নেটপাড়া রে রে করে উঠল। কেউ বলেছেন, জঙ্গি সমর্থক দেশের নাম ভারতের জার্সিতে কীভাবে থাকতে পারে! কেউ এও বলছেন যে, ভারতের জার্সিতে পাকিস্তানের নাম থাকায়, পাকিস্তানের নৈতিক জয়। 

সীমান্ত সন্ত্রাস ও রাজনৈতিক চাপানউতোরের জন্য সেই ২০১২ সাল থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। শেষবার ২০০৮ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারত। এরপর পঞ্চাশ ওভারের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপের মতো প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছে দুই দেশ। খেলা হয়েছে নিরপেক্ষ দেশে। যদিও পাকিস্তান এসেছে ভারতে। ২০২৪ টি-২০ বিশ্বকাপে দুই দেশের শেষবার সাক্ষাত্‍ হয়েছিল। 

আরও পড়ুন: এই টিমই জিতবে খেতাব! ‘হিটম্যান’ করবেন সর্বাধিক রান, চলে এল অব্যর্থ ভবিষ্যদ্বাণী…

 

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal