NOW READING:
হোটেল বুক করেও পেলেন না ঘর, প্রতারণার নতুন ফাঁদ বাজারে, কীভাবে বুঝবেন আসল-নকল ?
February 15, 2025

হোটেল বুক করেও পেলেন না ঘর, প্রতারণার নতুন ফাঁদ বাজারে, কীভাবে বুঝবেন আসল-নকল ?

হোটেল বুক করেও পেলেন না ঘর, প্রতারণার নতুন ফাঁদ বাজারে, কীভাবে বুঝবেন আসল-নকল ?
Listen to this article


 

Hotel Booking Fraud: আপনার সঙ্গেও হতে পারে এই প্রতারণা (Cyber Fraud)। পছন্দের হোটেল বুক করেও পাবেন না ঘর। ঘুরতে গিয়ে দেখলেন, যে হোটেলে অনলাইনে বেশি টাকা দিয়ে বুক করেছিলেন, সেখানে আপনার বুকিং হয়নি। আসলে আপনার টাকা গেছে সাইবার প্রতারকদের (Cyber Scam) হাতে। 

৬০ হাজার টাকার প্রতারণা
সম্প্রতি দেশে বেড়েই চলেছে এই ধরনের জালিয়াতদের সংখ্যা। দিল্লির এক বাসিন্দা ৬০ হাজার টাকা দিয়ে গোয়ায় একটি হোটেল বুক করেছিলেন। গোয়া পৌঁছে তিনি জানতে পারেন, তিনি যে হোটেলটি বুক করেছিলেন, তার আসলে কোনও অস্তিত্ব নেই। হোটেল বুকিংয়ের নামে ওই ব্যক্তিকে প্রতারণা করেছে সাইবার ঠগরা। বর্তমানে এই ধরনের ঘটনা দ্রুত বাড়ছে। এমন পরিস্থিতিতে, হোটেল বা থাকার জায়গা বুক করার সময় খুব সতর্কতা অবলম্বন করা দরকার।

ঠগরা এসব উপায়ে প্রতারণা করছে
আজকাল সাইবার অপরাধীরা বুকিংয়ের নামে মানুষকে প্রতারণা করতে ভুয়ো ওয়েবসাইটের আশ্রয় নিচ্ছে। তারা ভুয়ো ওয়েবসাইট তৈরি করছে, যা দেখতে অনেকটাই বড় হোটেলের মতো। এতে আসল হোটেলের ফটো ও গ্রাহকের রিভিউও দেওয়া থাকছে। এই পরিস্থিতিতে অনেকে এই ফাঁদে পা দিচ্ছেন। পরে আসল ওয়েবসাইটগুলির পরিবর্তে নকল ওয়েবসাইটে বুকিংয়ের জন্য টাকা দিয়ে ফেলছেন।

সোশ্য়াল মিডিয়ায় এই ফাঁদে পা দেবেন না
এ ছাড়া প্রতারকরা সাইবার জালিয়াতির জন্য সোশ্যাল মিডিয়ায় মিথ্যে বিজ্ঞাপন দেয়। অনেকেই এই বিজ্ঞাপন দেখে লোভে পড়ে সেই লিঙ্কে ক্লিক করে। এইভাবে তারা জাল বুকিং সাইটে নিজের অজান্তেই ঢুকে পড়েন। সাইবার অপরাধীরা কখনও কখনও হোটেলের কর্মচারী পরিচয় দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে। অনেক লোক তাদের বুকিংয়ের জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে ফেলে, যা প্রতারকদের আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে সাহায্য করে।

কীভাবে এই ধরনের স্ক্যাম এড়াবেন ?

সাইবার অপরাধ এড়াতে বাড়তি সতর্কতা প্রয়োজন। লোভ বা অবহেলার কারণে আপনার বড় ক্ষতি হতে পারে। এ ধরনের স্ক্যাম এড়াতে নীচের বিষয়গুলো মাথায় রাখুন-

১ সর্বদা একটি বিশ্বস্ত ওয়েবসাইট থেকে বুকিং করুন। 
২ বুকিং করার আগে ওয়েবসাইট যাচাই করুন।
৩ সোশ্যাল মিডিয়ায় লোভনীয় বিজ্ঞাপনের শিকার হবেন না
৪ কেউ যদি বিশাল ছাড় দেয় তাহলে সন্দেহের চোখে দেখুন সেই ওয়েবসাইটকে।
৫ যদি কেউ হোটেলের কর্মচারী হওয়ার ভান করে সংবেদনশীল তথ্য জিজ্ঞাসা করে, অবিলম্বে কলটি কেটে দিন।
৬ ভুল করেও এদের কাছে আপনার তথ্য শেয়ার করবেন না।

SBI Fraud : ‘SBI থেকে বলছি’, এই ফোন এলেই সাবধান ! যাবে সব টাকা

আরও দেখুন



Source link