জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একের পর এক আক্রমণ করলেও মোহনবাগানের গোলের মুখ খুলতে পারল না কেরালা ব্লাস্টার্স। উল্টে কেরালা ব্লাস্টার্সের জালে বল জড়িয়ে দিলেন জিমি(২), আলবার্তো। তিন গোলে ধরাশায়ী কেরালা ব্লাস্টার্স। নিট ফল আইএসএলের সেমিফাইনালে উঠে গেল মোহনবাগান। বাগানের ঝুলিতে এখন ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট।
আরও পড়ুন-প্রতিপক্ষের সঙ্গে মাঠে নির্লজ্জের মতো আচরণ! তিন পাক তারকার রাতের ঘুম কাড়ল ICC…
এই জয়ের ফলে একটি মাইল ফলকের সামনে দাঁড়িয়ে মোহনবাগান। এবার একটি ম্যাচে জিতলেই পর পর দু’বার আইএসএলের লিগ-শিল্ড জিতবে মোহনবাগান। ওড়িশাকে হারাতে পারলে ঘরের মাঠে ভারতসেরা হবে মোহনবাগান।
কোচিতে ম্যাচের ২৮ মিনিটে লিস্টন কোলাস দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে যান। সেখান থেকে পাস বাড়ান জিমিকে। সেই সুযোগ কাজে লাগিয়ে কেরালার জালে বল জড়িয়ে দেন। দ্বিতীয় গোলও জিমির কেরালার গোলকিপারের মাথার উপর দিয়ে বল ভাসিয়ে জালে বল জড়িয়ে দেন। মোহনবাগান এগিয়ে যায় ২-০ গোলে।
দ্বিতীয়ার্ধে মোহনবাগানের রক্ষণভাগ ঝাঁপিয়ে পড়ে রক্ষা করলেন শুভাশিস, বিশাল কাইথরা। ৬৬ মিনিটের মাথায় কামিংসের ফ্রি কিক থেকে বল পেয়ে শট মারেন অলড্রেড। ফিরতি বল যায় আলবের্তোর পায়ে। মাটি ঘেঁষা শটে গোল করেন তিনি। এক জন ডিফেন্ডার হয়ে চলতি মরসুমে ৬ গোল করে ফেললেন আলবার্তো। এই জয়ের ফলে প্রথম দুইয়ে থাকাও নিশ্চিত বাগানের। আর আইএসএলের নিয়ম অনুযায়ী সরাসরি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল তারা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)