‘SBI থেকে বলছি’, এই ফোন এলেই সাবধান ! যাবে সব টাকা

Estimated read time 1 min read
Listen to this article


  
Credit Card Fraud:  গ্রাহক ঠকাতে এবার নতুন পন্থা নিয়েছে প্রতারকরা (Scam Alert) । সম্প্রতি ক্রেডিট কার্ড জালিয়াতির (Credit Card Scam) ঘটনা চমকে দিয়েছে সবাইকে। এখন এই বিষয়ে সতর্ক না হলে মারাত্মক ফল পেতে হবে আপনাকে। সবথেকে বড় বিষয়, সরকারি ব্যাঙ্কের (SBI Fraud) নাম করে আসছে এই কল (Fraud Call)।

Reddit ব্যবহারকারী শেয়ার করেছেন এই অভিজ্ঞতা
ফ্রেশ_জার্নালিস্ট 5116 আইডির একজন রেডিট ব্যবহারকারী এই কেলেঙ্কারি সম্পর্কে সবাইকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, তার বাবাও প্রায় এর শিকার হয়ে যাচ্ছিলেন। Reddit ব্যবহারকারী বলেছেন, স্ক্যামার নিজেকে SBI-এর কর্মচারী পরিচয় দিয়ে তার বাবাকে কল করেছেন। প্রতারক তাঁর বাবাকে ক্রেডিট লিমিট বৃদ্ধি ও বার্ষিক ফিও কমিয়ে দেওয়ার অফার দিয়েছে। 

ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে এই প্রতারণা
ওই ইউজারের দাবি, ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে তাঁর বাবাকে প্রতারণার চেষ্টা করেছে জালিয়াতরা। তিনি প্রায় তাদের ফাঁদে পড়ে গিয়েছিলেন। যদিও শেষে তাঁর বাবাকে ক্রেডিট কার্ডের বিবরণ দেওয়া থেকে বিরত রাখেন তিনি। 

ইউজারের এই বিষয়ে সন্দেহ হওয়াতেই বেঁচে যান তিনি
মনে রাখবেন, আপনি স্ক্যামারের ফাঁদে পড়ার সঙ্গে সঙ্গেই সে আপনাকে ই-কেওয়াইসি আপডেট করার নামে একটি লিঙ্ক পাঠাবে। রেডিট ব্যবহারকারীর বাবার কাছে সেরকমই একটি লিঙ্ক পাঠানো হয়েছিল। এই লিঙ্ক দেখেই সন্দেহ হয় তাঁর। কারণ লিঙ্কটির URLটি wixsite.com দিয়ে শেষ হয়েছে। যা দেখায় এটি সম্ভবত ওয়েবসাইট নির্মাতা WIX-তে তৈরি করা হয়েছিল। তিনি আরও লক্ষ্য করেন, ওয়েবসাইটের পাতায় অনেক বানান ভুল রয়েছে।

বানানেও ছিল ভুল
 রেডিট ব্যবহারকারী লিখেছেন, “যখন আমি সেই ওয়েবসাইটটি পরীক্ষা করেছিলাম, তখন আমার এটি নকল বলে মনে হয়েছে। উপরে WIX সাইটের জন্য একটি বিজ্ঞাপন ছিল এবং URLটিও wixsite.com দিয়ে শেষ হয়েছে। যার অর্থ এটি সম্ভবত WIX-এ নির্মিত। এর পাশাপাশি পরবর্তী পৃষ্ঠায় ‘Expari date’ এবং ‘Intar OTP’-এর মতো বানান ভুল ছিল।”

স্ক্যামার এতে আরেকটি ভুল করেছে
শুধু তাই নয়, এসবিআই কর্মচারীর নামে প্রতারক যে আইডি কার্ডটি পাঠিয়েছিলেন তাও জাল ছিল। কারণ তাতে অফিসের ঠিকানা সঠিক ছিল না। ভারতে ক্রেডিট কার্ড কেলেঙ্কারির অনেক ঘটনা প্রকাশ্যে আসছে। এটি মোকাবিলা করার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) পাশাপাশি আরও অনেক ব্যাঙ্ক গ্রাহকদের সতর্ক থাকতে বলেছে।

আরও পড়ুন এখানে : Note Exchange Rules : ছেঁড়া নোট হলেই পাল্টে দেয় ব্যাঙ্ক, ভুল ধারণা আপনার, কী আসল নিয়ম ?

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours