NOW READING:
Bengaluru horror: কালো টুপি-লাল টিশার্টে ৩০ মিনিটে ৪ ছুরি হামলা! বেঙ্গালুরুর ইন্দিরানগরে ‘সিরিয়াল কিলার’? আতঙ্ক…
February 11, 2025

Bengaluru horror: কালো টুপি-লাল টিশার্টে ৩০ মিনিটে ৪ ছুরি হামলা! বেঙ্গালুরুর ইন্দিরানগরে ‘সিরিয়াল কিলার’? আতঙ্ক…

Bengaluru horror: কালো টুপি-লাল টিশার্টে ৩০ মিনিটে ৪ ছুরি হামলা! বেঙ্গালুরুর ইন্দিরানগরে ‘সিরিয়াল কিলার’? আতঙ্ক…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাথায় কালো টুপি। গায়ে লাল টি-শার্ট। সঙ্গে সাদা ট্রাউজার। ছুরি হাতে একের পর একজনের উপর হামলা করে চলেছেন ‘আততায়ী’! ৩০ মিনিটের মধ্যে ৪ জনের উপর ছুরি নিয়ে হামলা! হাড়হিম করে দেওয়া এই ঘটনা বেঙ্গালুরুর ইন্দিরানগরের। আততায়ী কি ‘সিরিয়াল কিলার’? আতঙ্কে কাঁপছে সবাই!

জানা গিয়েছে, অভিযুক্তের নাম নাকি কদম্ব! প্রথমে এক স্কুটি চালকের কাছে জল চাওয়ার অছিলায়, তাঁকে ছুরি দেখিয়ে তাঁর স্কুটারে চড়ে বসে অভিযুক্ত। তারপর সেই স্কুটার চালকেরই ঘাড়ে ছুরি বসিয়ে পালিয়ে যায়। এরপর কদম্ব টার্গেট করে অফ-ডিউটি এক নিরাপত্তারক্ষীকে। যে তাঁর  মেয়ের জন্য ডায়াপার কিনতে গিয়েছিল। তাঁকে চুলের মুঠি ধরে ঘাড়ে ছুরি বসায়! এরপর ২ ফুচকা বিক্রেতার উপরও হামলা চালায় সে। 

প্রথমে বেঙ্গালুরুর ইন্দিরানগরের কুন্দ ইন্ডিয়ান বার্বিকিউ-এর উলটোদিকে এক চাট বিক্রেতার উপর হামলার ঘটনা ঘটে। ওই ফুচকা বিক্রেতা তাকে বলেছিল যে, ফুচকার মশলা শেষ হয়ে গিয়েছে। এরপর সব কাস্টমার চলে যেতেই তাঁর উপর হামলা করে কদম্ব। ঘাড়ের বাঁদিকে ছুরি বসিয়ে দেয়। এরপর দ্বিতীয় ফুচকা বিক্রেতার কাছে গিয়ে সে UPI স্ক্যানার চায়। তারপর বলে, স্ক্যানার কাজ করছে না। ফুচকা বিক্রেতা তখন তাঁকে ৩০ টাকা ক্যাশে দিতে বলে। আর এই বলা মাত্রই কদম্ব তাঁকে ছুরি বসিয়ে দেয়।

মোট ৩০ মিনিটের মধ্যে ইন্দিরানগরের ১০০ ফিট রোড এলাকায় মধ্যে পর পর আর ৩টি ছুরি হামলার ঘটনা ঘটে। এরপর আরও একজনকেও সে টার্গেট করে। তাঁকে সে বলেছিল, কে আর পুরম রেলস্টেশনে পৌঁছে দিতে! যদিও পঞ্চমবার আর সে ছুরি বসাতে সফল হয়নি। তবে ওই ব্যক্তির স্কুটার ও ফোন নিয়ে চম্পট দেয় কদম্ব! পুলিস জানিয়েছে, হামলার জেরে আহত ৪ জন-ই এখন বিপন্মুক্ত।

আরও পড়ুন, Metro fare hiked: একলাফে ৫০ শতাংশ বাড়ল মেট্রো ভাড়া! সর্বোচ্চ কত হল? নিত্যযাত্রীদের মাথায় হাত…

Hyderabad tycoon stabbed: ৪ কোটিতেও খুশি নয়! সম্পত্তি বিবাদে বিখ্যাত শিল্পপতিকে ৭০ বার কুপিয়ে খুন নাতির…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link