সন্দীপ সরকার, কলকাতা : আর জি কর-কাণ্ডের আবহে এবার মুখ্যমন্ত্রী-চিকিৎসকদের বৈঠক হতে চলেছে। ২৪ ফেব্রুয়ারি চিকিৎসকদের সঙ্গে বৈঠক বসবেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের অভিযোগ, পরামর্শ নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর সামনে কোন কোন বিষয় তুলে ধরা হবে ? জানতে হাসপাতালে হাসপাতালে যাচ্ছেন আধিকারিকরা । জেলার সরকারি হাসপাতাল কী সমস্যা, চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। কাল থেকে কলকাতার মেডিক্যাল কলেজের চিকিৎসকদের সঙ্গে কথা হবে। কলকাতা মেডিক্যাল, এনআরএসের চিকিৎসকদের সঙ্গে কাল কথা হওয়ার কথা। কোথায় কী সমস্যা, চিকিৎসকদের সঙ্গে কথা বলে নথিভুক্ত করবে কমিটি । স্বাস্থ্য ভবনের নির্দেশে ডাক্তারদের সঙ্গে কথা বলছে কমিটি, খবর সূত্রের।
বিস্তারিত…
চিকিৎসার অপর নাম সেবা। এই নাম দেওয়া হয়েছে কনভেনশনের। সিনিয়র ও জুনিয়র মিলিয়ে দুই থেকে আড়াই হাজার চিকিৎসককে নিয়ে ওইদিন ধনধান্য অডিটোরিয়ামে সেই বৈঠক করবেন তিনি। কিন্তু, তার আগে চিকিৎসকদের কী অভিযোগ রয়েছে, সেটা জানার জন্য স্বাস্থ্য ভবনের কাছ থেকে নির্দেশ গিয়েছে সমস্ত হাসপাতালে। প্রত্যেকটি সরকারি হাসপাতালের গ্রিভান্স রিড্রেসাল কমিটির সদস্যরা যাওয়া শুরু করেছেন। চিকিৎসকদের অভিযোগগুলি তাঁরা প্রাথমিকভাবে নথিভুক্ত করছেন। মুখ্যমন্ত্রীর বৈঠকে সকলে বলার সুযোগ পাবেন না। অভিযোগগুলি ঝাড়াই-বাছাই করে মুখ্যমন্ত্রীর সামনে উপস্থিত করা হবে। সেই সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তের ভাগ হিসাবে আগামী কাল থেকে কলকাতার মেডিক্যাল কলেজগুলিতে গ্রিভান্স রিড্রেসাল কমিটির সদস্যরা আসা শুরু করছেন। প্রথম ধাপে, কলকাতা মেডিক্যাল কলেজ এবং এনআরএস মেডিক্যাল কলেজে গ্রিভান্স রিড্রেসাল কমিটি আসবে। জুনিয়র-সিনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলে তাঁদের অভিযোগ নথিভুক্ত করার কাজ শুরু হবে।
প্রসঙ্গত, আর জি কর কাণ্ডের প্রতিবাদে বড় অংশের চিকিৎসক আন্দোলনে নামেন। দিনের পর দিন তাঁরা রাস্তায় প্রতিবাদ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের আগে ও পরেও এই ইস্যু নিয়ে কম টানাপোড়েন হয়নি। সেই আন্দোলনের রেশ এখনও আছে। এখনও নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে একইভাবে সরব আন্দোলনকারী চিকিৎসকরা। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ রয়েছে চিকিৎসকদের একটা বড় অংশের। অনেকেই সেই ক্ষোভের কথা বিভিন্ন সময়ে জানিয়েছেন। অন্যদিকে, আন্দোলনকারী চিকিৎসকদেরও বিভিন্ন সময়ে রাজ্যের শাসক শিবিরের অনেককেই আক্রমণ করতে দেখা গেছে। এমনকী আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের হেনস্থা করা হয়েছে বলে অভিযোগও উঠেছে। এবার চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী।
আরও দেখুন
+ There are no comments
Add yours