NOW READING:
Suvendu Adhikari: ‘ব্যানার্জি পরিবার জিন্দাবাদ বলে…’, কোন প্রসঙ্গে কী বললেন শুভেন্দু ?
February 10, 2025

Suvendu Adhikari: ‘ব্যানার্জি পরিবার জিন্দাবাদ বলে…’, কোন প্রসঙ্গে কী বললেন শুভেন্দু ?

Suvendu Adhikari: ‘ব্যানার্জি পরিবার জিন্দাবাদ বলে…’, কোন প্রসঙ্গে কী বললেন শুভেন্দু ?
Listen to this article


কলকাতা : ‘আমার কোনও পরিবার নেই। দলই হচ্ছে আমার পরিবার। মানুষই আমার পরিবার।’ তৃণমূলের উপর মহলে ক্ষমতা নিয়ে টানাপোড়েন-জল্পনা যখন দিনে দিনে জোরাল হচ্ছে, তখন মমতা বন্দ্য়োপাধ্য়ায় এদিন পরিষদীয় দলের বৈঠকে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সোমবারের বৈঠকে সাংগঠনিক রদবদল নিয়েও অভিষেকের রিপোর্টের কোনও উল্লেখই করেননি মমতা। আর এই ইস্যুতে এবার একযোগে মমতা-অভিষেকের বিরুদ্ধে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। 

বিরোধী দলনেতা বললেন, “এই সংঘাত কতটা আছে জানি না। আমরা একটা সময় দেখতাম, সিপিএমের উপর যে রেগে যাচ্ছে, ফরওয়ার্ড ব্লকে যায়, আবার ফরওয়ার্ড ব্লকের উপর কেউ রেগে গেলে সিপিএমে যেত। তারা আবার আসন সমঝোতা করে নিত ভোটের সময়ে। বামঐক্য জিন্দাবাদ। ব্যানার্জি পরিবার জিন্দাবাদ বলে, এরা ভোটের সময়ে হয়তো এক হয়ে লড়বে। আমাদের ঐক্যবদ্ধ ব্যানার্জি পরিবারকে, দুর্নীতিগ্রস্ত ব্যানার্জি পরিবারকে, পিসি-ভাইপোকে একসঙ্গেই হারাতে হবে। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করব। তবে, এখন একটু-আধটু তো আমরা খবর রাখি। একটু-আধটু তো হচ্ছে। সরাসরি ঘরের লোক না হলেও, বাকি তো কিছু কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি। সেগুলো তো কিছু কিছু হচ্ছে।”

বিস্তারিত আসছে…

আরও দেখুন



Source link