Bangladesh: বদলের বাংলাদেশে ‘আইনের শাসন’ ফেরাতে শুরু ‘অপারেশন ডেভিল হান্ট’…
![Bangladesh: বদলের বাংলাদেশে ‘আইনের শাসন’ ফেরাতে শুরু ‘অপারেশন ডেভিল হান্ট’… Bangladesh: বদলের বাংলাদেশে ‘আইনের শাসন’ ফেরাতে শুরু ‘অপারেশন ডেভিল হান্ট’…](https://i1.wp.com/bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/08/520158-opra.jpg?w=991&resize=991,564&ssl=1)
সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে আজ থেকে ঢাকার মেট্রোপলিটন এলাকা-সহ সারা বাংলাদেশে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হবে। শনিবার বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার রাতে ঢাকার গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় এ সিদ্ধান্ত।
আরও পড়ুন, Cyclone Alert: রবিভোর থেকেই ভয়াবহ ঝড়ের থাবা? আগামী দু’দিনের বিপর্যয়ের শঙ্কায় কাঁপছে উপকূল…
সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শনিবার থেকেই মেট্রোপলিটন এলাকা-সহ সারা বাংলাদেশে এই অভিযান শুরু হবে। ‘অপারেশন ডেভিল হান্ট’ -এর ব্যাপারে পরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সংবাদকর্মীদের বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, শুক্রবার রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় ঢাকার গাজীপুরে কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র নেতারা জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে টেলিফোনে জানান, শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় বাংলাদেশের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে হামলার খবর আসে।
এরপর তারা সেখানে গেলে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। হামলায় ১৫ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ হামলার প্রতিবাদে রাতেই বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
আরও পড়ুন, Bangladesh: এসব বাংলাদেশেই সম্ভব! মাংসের বদলে ঝোল দেওয়া নিয়ে বিরাট সংঘর্ষ….
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)