Vivo Phones: ভারতে নতুন ফোন লঞ্চ করতে চলেছে ভিভো সংস্থা। ভিভো ভি৫০ ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের ডিজাইন, রং, স্পেসিফিকেশন, ফিচার সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক ভিভো ভি৫০ ফোন ভারতে কবে লঞ্চ হবে এবং এই ফোনে কী ধরনের ডিসপ্লে, ক্যামেরা, অপারেটিং সিস্টেম, ব্যাটারি, চার্জিং ফিচার থাকতে চলেছে। তবে এক্ষেত্রে উল্লেখ্য, ভিভো কর্তৃপক্ষ তাদের নতুন ফোনের ভারতে লঞ্চের দিনক্ষণ ঘোষণা করলেও এই ফোন সম্পর্কিত বাকি তথ্য সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি এখনও। বলা হচ্ছে, গত বছর অর্থাৎ ২০২৪ সালে নভেম্বর মাসে চিনে লঞ্চ হয়েছিল ভিভো এস২০ ফোন। তারই রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে ভিভো ভি৫০ ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। অতএব এই দুই ফোনের ফিচার এবং অন্যান্য বিষয়ে বেশ কিছু মিল থাকবে বলেই অনুমান করা হচ্ছে।
ভিভো ভি৫০ ফোন ভারতে কবে লঞ্চ হতে চলেছে জেনে নিন
ভারতে ভিভো ভ৫০ ফোন লঞ্চ হতে চলেছে আগামী ১৭ ফেব্রুয়ারি, দুপুর ১২টায়। এক্স মাধ্যমে এই তথ্য জানিয়েছে ভিভো সংস্থা। ভারতে ভিভো ভি৫০ ফোন লঞ্চের পর অনলাইনে ফ্লিপকার্ট এবং অ্যামাজন, দুই ই-কমার্স সংস্থা থেকেই কেনা যাবে। এছাড়াও পাওয়া যাবে ভিভো ইন্ডিয়া ই-স্টোরে। অফিশিয়াল টিজারে দেখা গিয়েছে ভিভো ভি৫০ ফোন ভারতে লঞ্চ হতে চলেছে রোজ রেড, স্টারি ব্লু এবং টাইটেনিয়াম গ্রে- এই তিন রঙে।
এবার দেখে নেওয়া যাক ভিভো ভি৫০ ফোনে কী কী ফিচার থাকতে পারে
- ভিভো ভি৫০ ফোনের একাধিক জনপ্রিয় এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচারের সাপোর্ট থাকতে চলেছে। সার্কেল টু সার্চ, ট্রান্সস্ক্রিপ্ট অ্যাসিস্ট, লাইভ কল ট্রান্সলেশন, এআই যুক্ত ফটো ইমেজিং এবং এডিটিং ফিচার যেমন- ইরেজ ২.০, লাইট পোর্ট্রেট ২.০- এগুলি থাকতে পারে ভিভো ভি৫০ ফোনে।
- ভিভো সংস্থা জানিয়েছে তাদের আসন্ন ফোনে একটি কোয়াড কার্ভড ডিসপ্লে থাকতে চলেছে। এছাড়াও থাকবে ৬০০০ এমএএইচের শক্তিশালী একটি ব্যাটারি। তার সঙ্গে ৯০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট পাওয়া যাবে ভিভো ভি৫০ ফোনে।
- এই ফোন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। বেশ স্লিম হবে এই ফোন, মাত্র ৭.৩৯ মিলিমিটার পুরু। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর থাকতে পারে এই ফোনে।
- ভিভো ভি৫০ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার থাকবে বলে শোনা গিয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে।
আরও দেখুন
+ There are no comments
Add yours