ছেলের বিয়ের ছবি পোস্ট, খুশির মুহূর্তে কেন ‘ক্ষমা’ চাইলেন আদানি?
![ছেলের বিয়ের ছবি পোস্ট, খুশির মুহূর্তে কেন ‘ক্ষমা’ চাইলেন আদানি? ছেলের বিয়ের ছবি পোস্ট, খুশির মুহূর্তে কেন ‘ক্ষমা’ চাইলেন আদানি?](https://i1.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/07/9fe09d7f582fdc8d5c03bf470ccca8731738943661143484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
মুম্বই: একদিকে যখন মুকেশ আম্বানির ছেলের বিয়েতে নজর ছিল সবার, প্রায় গোটা বিশ্ব থেকেই কিংবদন্তিরা নিমন্ত্রিত ছিলেন। ঠিক একইভাবে আদানি পুত্রের বিয়ে নিয়েও উৎসাহ কম ছিল না কারও। যদিও অপেক্ষা শেষ এবার। অবশেষে আদানি পুত্রের বিয়ে সম্পন্ন হল আজ। খোশ মেজাজে শিল্পপতি গৌতম আদানি। সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন প্রতিক্রিয়াও। কিন্তু ক্ষমা চাইলেন কেন ?
परमपिता परमेश्वर के आशीर्वाद से जीत और दिवा आज विवाह के पवित्र बंधन में बंध गए।
यह विवाह आज अहमदाबाद में प्रियजनों के बीच पारंपरिक रीति रिवाजों और शुभ मंगल भाव के साथ संपन्न हुआ।
यह एक छोटा और अत्यंत निजी समारोह था, इसलिए हम चाह कर भी सभी शुभचिंतकों को आमंत्रित नहीं कर सके,… pic.twitter.com/RKxpE5zUvs
— Gautam Adani (@gautam_adani) February 7, 2025
এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, জিৎ এবং দিভা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। প্রিয়জনদের শুভ কামনার মধ্য দিয়ে আজ আহমেদাবাদে বিবাহ অনুষ্ঠান শেষ হয়েছে। খুব ছোট করেই আমরা আজকে এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। তাই সবাইকে আমন্ত্রণ জানাতে পারিনি। যার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমি জিৎ এবং দিভার জন্য আপনাদের সকলের কাছ আশীর্বাদ এবং আন্তরিক ভালবাসা কামনা করছি।’
আরও পড়ুন, আগামীকাল বহু ট্রেন বাতিল এই শাখায় ! বড় ঘোষণা পূর্ব রেলের, ট্রাফিক ও পাওয়ার ব্লকের জের..
আরও দেখুন