# Tags
#Blog

নতুন মরশুম, চেনা ধোনি, এবারের আইপিএলেও গুচ্ছ রেকর্ড গড়ার সুযোগ রয়েছে মাহির

নতুন মরশুম, চেনা ধোনি, এবারের আইপিএলেও গুচ্ছ রেকর্ড গড়ার সুযোগ রয়েছে মাহির
Listen to this article


বয়স ৪৩। বহুদিন ধরেই তাঁর আইপিএল ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে। তবে এ মরশুমেও ধোনিকে কিন্তু আইপিএলে খেলতে দেখা যাবে।

বয়স ৪৩। বহুদিন ধরেই তাঁর আইপিএল ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে। তবে এ মরশুমেও ধোনিকে কিন্তু আইপিএলে খেলতে দেখা যাবে।

৪০-র গণ্ডি পার করলেও তিনি এখনও ফিট এবং এবারের আইপিএলেও ধোনিকে মাঠে নামতে দেখা যাবে।

৪০-র গণ্ডি পার করলেও তিনি এখনও ফিট এবং এবারের আইপিএলেও ধোনিকে মাঠে নামতে দেখা যাবে।

শুধু মাঠে নামতেই নয়, ধোনি কিন্তু এই মরশুমের আইপিএলে একাধিক রেকর্ডও গড়তে পারেন।

শুধু মাঠে নামতেই নয়, ধোনি কিন্তু এই মরশুমের আইপিএলে একাধিক রেকর্ডও গড়তে পারেন।

ব্যাট হাতে এবারের আইপিএলে যদি মহেন্দ্র সিংহ ধোনি একটি হাফসেঞ্চুরি হাঁকান, তাহলেই একটি সর্বকালীন রেকর্ড গড়তে পারেন তিনি।

ব্যাট হাতে এবারের আইপিএলে যদি মহেন্দ্র সিংহ ধোনি একটি হাফসেঞ্চুরি হাঁকান, তাহলেই একটি সর্বকালীন রেকর্ড গড়তে পারেন তিনি।

মাহিই সবথেকে বেশি বয়সি ক্রিকেটার হিসাবে আইপিএলের ইতিহাসে অর্ধশতরান হাঁকানোর রেকর্ড গড়বেন।

মাহিই সবথেকে বেশি বয়সি ক্রিকেটার হিসাবে আইপিএলের ইতিহাসে অর্ধশতরান হাঁকানোর রেকর্ড গড়বেন।

অ্যাডাম গিলক্রিস্টের দখলে এই কৃতিত্ব রয়েছে। অজ়ি কিংবদন্তি ৪১ বছর বয়সে আইপিএলে হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ৪৩-র ধোনি সেই কৃতিত্ব নিজের নামে করতেই পারেন।

অ্যাডাম গিলক্রিস্টের দখলে এই কৃতিত্ব রয়েছে। অজ়ি কিংবদন্তি ৪১ বছর বয়সে আইপিএলে হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ৪৩-র ধোনি সেই কৃতিত্ব নিজের নামে করতেই পারেন।

এখানেই কিন্তু শেষ নয়, মাহির কাছে আরও একটি রেকর্ডের হাতছানি রয়েছে। তিনি আইপিএলে সিএসকের সর্বাধিক রানসংগ্রাহক হতে পারেন।

এখানেই কিন্তু শেষ নয়, মাহির কাছে আরও একটি রেকর্ডের হাতছানি রয়েছে। তিনি আইপিএলে সিএসকের সর্বাধিক রানসংগ্রাহক হতে পারেন।

সিএসকের হলুদ জার্সি গায়ে আইপিএলে মোট ৪৬৮৭ রান করেছেন ধোনির বন্ধু সুরেশ রায়না।

সিএসকের হলুদ জার্সি গায়ে আইপিএলে মোট ৪৬৮৭ রান করেছেন ধোনির বন্ধু সুরেশ রায়না।

আসন্ন মরশুমের আইপিএলে আর মাত্র ১৯ রান করলেই 'মিস্টার আইপিএল'-কে পিছনে ফেলে মাহিই সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যাবেন।

আসন্ন মরশুমের আইপিএলে আর মাত্র ১৯ রান করলেই ‘মিস্টার আইপিএল’-কে পিছনে ফেলে মাহিই সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যাবেন।

কিপার ধোনির সামনেও কিন্তু এবারের আইপিএলে ইতিহাস গড়ার হাতছানি রয়েছে।

কিপার ধোনির সামনেও কিন্তু এবারের আইপিএলে ইতিহাস গড়ার হাতছানি রয়েছে।

আর দশটি ক্যাচ ধরলেই প্রথম কিপার হিসাবে আইপিএলে ২০০টি ক্যাচ ধরার কৃতিত্ব গড়বেন মাহি। ছবি-পিটিআই

আর দশটি ক্যাচ ধরলেই প্রথম কিপার হিসাবে আইপিএলে ২০০টি ক্যাচ ধরার কৃতিত্ব গড়বেন মাহি। ছবি-পিটিআই

Published at : 07 Feb 2025 07:31 PM (IST)

আরও জানুন আইপিএল

আরও দেখুন



Source link

WATCH | Atif Aslam | Champions Trophy 2025: ‘বরাবর ফাস্ট বোলার হতেই চেয়েছিলাম’! চ্যাম্পিয়ন্স ট্রফির অ্যান্থেম গেয়ে বললেন আতিফ

WATCH | Atif Aslam | Champions Trophy

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal