নতুন মরশুম, চেনা ধোনি, এবারের আইপিএলেও গুচ্ছ রেকর্ড গড়ার সুযোগ রয়েছে মাহির
![নতুন মরশুম, চেনা ধোনি, এবারের আইপিএলেও গুচ্ছ রেকর্ড গড়ার সুযোগ রয়েছে মাহির নতুন মরশুম, চেনা ধোনি, এবারের আইপিএলেও গুচ্ছ রেকর্ড গড়ার সুযোগ রয়েছে মাহির](https://i0.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/07/b742524d00d4eedda1f080d700104e521738935767105507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
![বয়স ৪৩। বহুদিন ধরেই তাঁর আইপিএল ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে। তবে এ মরশুমেও ধোনিকে কিন্তু আইপিএলে খেলতে দেখা যাবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/07/8d9a6816b5d6665595630ef93b48352b18ccc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বয়স ৪৩। বহুদিন ধরেই তাঁর আইপিএল ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে। তবে এ মরশুমেও ধোনিকে কিন্তু আইপিএলে খেলতে দেখা যাবে।
![৪০-র গণ্ডি পার করলেও তিনি এখনও ফিট এবং এবারের আইপিএলেও ধোনিকে মাঠে নামতে দেখা যাবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/07/f5648b1fe2f7368d5caf944718683bfd54128.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
৪০-র গণ্ডি পার করলেও তিনি এখনও ফিট এবং এবারের আইপিএলেও ধোনিকে মাঠে নামতে দেখা যাবে।
![শুধু মাঠে নামতেই নয়, ধোনি কিন্তু এই মরশুমের আইপিএলে একাধিক রেকর্ডও গড়তে পারেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/07/3536c91a176c86a29ff800a1e8454dbd51dca.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শুধু মাঠে নামতেই নয়, ধোনি কিন্তু এই মরশুমের আইপিএলে একাধিক রেকর্ডও গড়তে পারেন।
![ব্যাট হাতে এবারের আইপিএলে যদি মহেন্দ্র সিংহ ধোনি একটি হাফসেঞ্চুরি হাঁকান, তাহলেই একটি সর্বকালীন রেকর্ড গড়তে পারেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/07/c83f38a7e0b0b91bdccb558db7c978beced6e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ব্যাট হাতে এবারের আইপিএলে যদি মহেন্দ্র সিংহ ধোনি একটি হাফসেঞ্চুরি হাঁকান, তাহলেই একটি সর্বকালীন রেকর্ড গড়তে পারেন তিনি।
![মাহিই সবথেকে বেশি বয়সি ক্রিকেটার হিসাবে আইপিএলের ইতিহাসে অর্ধশতরান হাঁকানোর রেকর্ড গড়বেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/07/bd495dbd2c8748c2959769adc188d725ecf74.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মাহিই সবথেকে বেশি বয়সি ক্রিকেটার হিসাবে আইপিএলের ইতিহাসে অর্ধশতরান হাঁকানোর রেকর্ড গড়বেন।
![অ্যাডাম গিলক্রিস্টের দখলে এই কৃতিত্ব রয়েছে। অজ়ি কিংবদন্তি ৪১ বছর বয়সে আইপিএলে হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ৪৩-র ধোনি সেই কৃতিত্ব নিজের নামে করতেই পারেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/07/4b4b9aa3ee1bee169432cff0d863dbc17f983.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অ্যাডাম গিলক্রিস্টের দখলে এই কৃতিত্ব রয়েছে। অজ়ি কিংবদন্তি ৪১ বছর বয়সে আইপিএলে হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ৪৩-র ধোনি সেই কৃতিত্ব নিজের নামে করতেই পারেন।
![এখানেই কিন্তু শেষ নয়, মাহির কাছে আরও একটি রেকর্ডের হাতছানি রয়েছে। তিনি আইপিএলে সিএসকের সর্বাধিক রানসংগ্রাহক হতে পারেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/07/2e8442354bfdcbec2c164bbae61b954a1b42a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এখানেই কিন্তু শেষ নয়, মাহির কাছে আরও একটি রেকর্ডের হাতছানি রয়েছে। তিনি আইপিএলে সিএসকের সর্বাধিক রানসংগ্রাহক হতে পারেন।
![সিএসকের হলুদ জার্সি গায়ে আইপিএলে মোট ৪৬৮৭ রান করেছেন ধোনির বন্ধু সুরেশ রায়না।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/07/9c956e08ba88b3d7e430857e20284b670e0cd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সিএসকের হলুদ জার্সি গায়ে আইপিএলে মোট ৪৬৮৭ রান করেছেন ধোনির বন্ধু সুরেশ রায়না।
![আসন্ন মরশুমের আইপিএলে আর মাত্র ১৯ রান করলেই 'মিস্টার আইপিএল'-কে পিছনে ফেলে মাহিই সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যাবেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/07/e6e894194d780b5163da2b9b6e26e4a54739a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আসন্ন মরশুমের আইপিএলে আর মাত্র ১৯ রান করলেই ‘মিস্টার আইপিএল’-কে পিছনে ফেলে মাহিই সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যাবেন।
![কিপার ধোনির সামনেও কিন্তু এবারের আইপিএলে ইতিহাস গড়ার হাতছানি রয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/07/6f14b3fb4760890861ddb2bc8039a31e2dfd2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কিপার ধোনির সামনেও কিন্তু এবারের আইপিএলে ইতিহাস গড়ার হাতছানি রয়েছে।
![আর দশটি ক্যাচ ধরলেই প্রথম কিপার হিসাবে আইপিএলে ২০০টি ক্যাচ ধরার কৃতিত্ব গড়বেন মাহি। ছবি-পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/07/cfb17a88020cf020193784fd4a9e6d2a10d0f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আর দশটি ক্যাচ ধরলেই প্রথম কিপার হিসাবে আইপিএলে ২০০টি ক্যাচ ধরার কৃতিত্ব গড়বেন মাহি। ছবি-পিটিআই
Published at : 07 Feb 2025 07:31 PM (IST)
আরও জানুন আইপিএল
আরও দেখুন