# Tags
#Blog

যৌথভাবে কাজ করবে IIT ও যাদবপুর বিশ্ববিদ্যালয়, গবেষণা-সহ নানা সুযোগ, আসছে একগুচ্ছ নতুন কোর্সও !

যৌথভাবে কাজ করবে IIT ও যাদবপুর বিশ্ববিদ্যালয়, গবেষণা-সহ নানা সুযোগ, আসছে একগুচ্ছ নতুন কোর্সও !
Listen to this article


দীপক ঘোষ,কলকাতা: পঠন-পাঠন এবং গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সিদ্ধান্ত নিল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) এবং খড়গপুর আইআইটি (Kharagpur IIT)। আজ বেঙ্গল গ্লোবাল বাণিজ্য সম্মেলনের মঞ্চে এই মর্মে সমঝোতা পত্র সাক্ষরিত হল দুই প্রতিষ্ঠানের মধ্যে।

‘এই চুক্তির ফলে গবেষণা, ইন্টার্নশিপ এবং কনসালটেন্সির কাজ যৌথভাবে করার সিদ্ধান্ত ‘

এই চুক্তি সাক্ষর প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নীলাদ্রি চক্রবর্তী জানান, এই চুক্তির ফলে গবেষণা, ইন্টার্নশিপ এবং কনসালটেন্সির কাজ যৌথভাবে করার সিদ্ধান্ত হয়েছে। নীলাদ্রি চক্রবর্তী ছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন নিবন্ধক ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়। খড়গপুর আইআইটি পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যাপক এস কে সামন্ত রায়। রাজ্যের উন্নত শিল্প পরিবেশের স্বার্থেই এই চুক্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মত প্রকাশ করেন তিনি।

‘শুধু ইঞ্জিনিয়ারিং বিভাগই নয় বিজ্ঞান ও কলা বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে যৌথ গবেষণার কাজ করবে দুই প্রতিষ্ঠান’

অধ্যাপক নীলাদ্রি চক্রবর্তী জানান, শুধু ইঞ্জিনিয়ারিং বিভাগই নয় বিজ্ঞান ও কলা বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে যৌথ গবেষণার কাজ করবে দুই প্রতিষ্ঠান। এই চুক্তিতে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন। বলা হয়েছে সংস্থা দুটির নিজস্ব আয় বাড়াতে যৌথ ভাবে নতুন কোর্স চালু করা হবে। স্বল্প মেয়াদী এই কোর্সগুলি অনলাইন এবং অফলাইন, দুই মাধ্যমেই করা যাবে।

‘পরবর্তীকালে এগুলো ডিপ্লোমা কোর্সে রূপান্তর করা হবে’

পরবর্তীকালে এগুলো ডিপ্লোমা কোর্সে রূপান্তর করা হবে। মূলত কারিগরি শিক্ষা শেষে, যারা রোজগারের যুক্ত হয়েছেন, তাদের প্রতিনিয়ত সংশ্লিষ্ট বিষয়ের প্রতিটি পরিবর্তনকে অনুসরণ করতে হয়, সময়ের সঙ্গে পাল্লা দিতে সেটা বুঝতে হয় কিন্তু সেই সুযোগ তারা পান না বললেই চলে। একারণেই তাদের কথা মাথায় রেখেই চালু হবে শর্ট কোর্স। 

আরও পড়ুন, চলন্ত ট্রেন থেকে ৪ মাসের অন্তঃসত্ত্বাকে ফেলে দেওয়া হল নিচে ! ‘যৌন নির্যাতন’ ইন্টারসিটি এক্সপ্রেসে..

‘ দুই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য সার্কভুক্ত দেশ এবং আফ্রিকা’

এছাড়া আয়ের সবচেয়ে বড় সুযোগ হিসাবে দেখা হচ্ছে কনসালটেন্সিকে। দুই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য সার্কভুক্ত দেশ এবং আফ্রিকা। এই সমস্ত দেশে বড় বড় কনসালটেন্সির কাজগুলো মূলত করে থাকে ইউরোপের কোম্পানিগুলি। এবার থেকে এই সমস্ত দেশের আন্তর্জাতিক টেন্ডার ধরার জন্য  একসঙ্গে ঝাঁপাবে এই দুই প্রতিষ্ঠান। সেই লক্ষ্যেই এবার কোমর বাধার সিদ্ধান্ত নিয়েছে তারা।

 

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal