বাড়ির গা বেয়ে চুঁইয়ে পড়ছে, কী এই তরল? এখনও অধরা উত্তর
![বাড়ির গা বেয়ে চুঁইয়ে পড়ছে, কী এই তরল? এখনও অধরা উত্তর বাড়ির গা বেয়ে চুঁইয়ে পড়ছে, কী এই তরল? এখনও অধরা উত্তর](https://i2.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/07/6670a26937f0b5ffb88c813054ac7acb173889658456651_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
<p><strong>রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা:</strong> কী ওই তরল? এখনও জানা যায়নি তার উত্তর। রাজপুর-সোনারপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের ওই বাড়ি নিয়ে এখনও অব্য়াহত রহস্য়। এর মধ্য়েই বৃহস্পতিবার সেই বাড়িতে পৌঁছলেন জিওলজিক্য়াল সার্ভে অফ ইন্ডিয়ার ২ প্রতিনিধি। </p>
<p>বাড়ছে তরলের পরিমাণ। বাড়ছে উদ্বেগও। দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের এই বাড়ি ঘিরে ইতিমধ্য়েই শোরগোল পড়ে গেছে। রহস্য় তৈরি হয়েছে বাড়ির গা বেয়ে চুঁইয়ে পড়া তেলের মতো এই তরলকে ঘিরে। বাসিন্দাদের দাবি, এক-দুদিন নয়, এমনটা হয়ে চলেছে গত দেড় বছর ধরে। এই তরল আসলে কী, তা খতিয়ে দেখতে বাড়িতে আসেন রাজপুর সোনারপুর পুরসভার প্রতিনিধি দল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক। তবে তারপরও রহস্য় রয়েই গিয়েছে এই তরলকে ঘিরে। <br /><br />এদিন সেই বাড়িতে পৌঁছে দেখা যায়, আরও একাধিক জায়গা থেকে বেরোতে শুরু করেছে তেলের মতো এই তরল। বৃহস্পতিবার সেই বাড়িতে পৌঁছলেন জিওলজিক্য়াল সার্ভে অফ ইন্ডিয়ার ২ প্রতিনিধি। সংগ্রহ করলেন নমুনা। জিওলজিক্য়াল সার্ভে অফ ইন্ডিয়ার এই প্রতিনিধির মতে, এই তরলের উৎস মাটির নীচে নয়। অন্য় কোথাও থেকে আসছে এই তরলটি।</p>
<p><strong>আরও পড়ুন: <a title="Birbhum News: ‘ইটের জবাব পাটকেলে আমায় দিতেই হবে’ এবার হুঁশিয়ারি কাজল শেখের; কীসের ইঙ্গিত তৃণমূল নেতার?" href="https://bengali.abplive.com/district/birbhum-news-tmc-leader-kajal-seikh-warning-without-naming-anyone-1119182" target="_self">Birbhum News: ‘ইটের জবাব পাটকেলে আমায় দিতেই হবে’ এবার হুঁশিয়ারি কাজল শেখের; কীসের ইঙ্গিত তৃণমূল নেতার?</a></strong></p>
Source link