<p><strong>কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা:</strong> বাংলাদেশে স্বাধীনতা এনেছিলেন যিনি, সেই শেখ মুজিবের একের পর এক স্মৃতি ধ্বংস করা হচ্ছে পদ্মা পাড়ে। ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ইতিহাস। সেখানে, এদেশে যত্ন সহকারে রক্ষা করা হচ্ছে বঙ্গবন্ধুর স্মৃতি। কলকাতায় যে হস্টেলে ছাত্রজীবনে কেটেছিল তরুণ মুজিবের, সেখানে এখনও সযত্নে রাখা তাঁর ব্য়বহৃত জিনিস। বঙ্গবন্ধুর স্মৃতি আঁকড়ে রয়েছে, তাঁর কলেজও।</p>
<p>স্বাধীনতা সংগ্রামে নারীদের ভূমিকার কথা বলতে গিয়ে, শেখ মুজিবুর রহমান বলেছিলেন, মুক্তিযুদ্ধে আমার মেয়েরা যা দিয়েছে সেই ঋণ আমি কীভাবে শোধ করব? ধর্ষিতা মেয়ের বাবার নামের জায়গায় আমার নাম লিখে দাও। আর ঠিকানা লেখা ধানমণ্ডি ৩২…। বঙ্গবন্ধুর সমিরিতি বিজড়িত সেই ৩২ নম্বর ধানমণ্ডির বাড়িই এই ভাবে ভেঙে, গুঁড়িয়ে ধুলিসাৎ করে দেওয়া হল। বাংলাদেশের কট্টরপন্থীরা তাঁদের প্রাণপুরুষকে তাঁর ইতিহাসকে তাঁর স্বপ্নের দেশকে…তাঁর আদর্শকে এভাবেই মুছে ফেলতে চাইছে, তখন ঠিক উল্টো দিকে, এই ভারত, এই পশ্চিমবঙ্গ, এই কলকাতা, সেই মুজিবর রহমানের স্মৃতি সযত্নে লালন করে চলেছে। সালটা ১৯৪৫-৪৬। অবিভক্ত ভারতবর্ষ। কলকাতায় পড়তে আসেন তরুণ মুজিব।</p>
<p>তখন নাম ছিল ইসলামিয়া কলেজ, বর্তমানে যা মৌলানা আজাদ কলেজ। তরুণ মুজিবর রহমান থাকতেন বেকার হস্টেলে। তালতলার এই হস্টেলে, ২৪ নম্বর ঘরে থাকতেন তিনি। এখনও সেই ঘর তাঁর স্মৃতি আঁকড়ে রয়েছে।বাংলাদেশের ধানমন্ডিতে যখন ইতিহাসকে তছনছ করছে, তখন তার স্মৃতিকে গোপনে লালিত করছে শহর কলকাতা। আমরা রয়েছি বেকার হস্টেলে। এখানকার আবাসিক ছিলেন মুজিব। ১৯৪৫-৪৬ শিক্ষাবর্ষে এই হস্টেলের আবাসিক ছিলেন, তিনি। ২৪ নম্বর রুমের আবাসিক ছিলেন স্বাধীন বাংলাদেশের জনক শেষ মুজিবুর রহমান।</p>
<p>কলকাতার এই হস্টেলে, ছাত্রাবাস্থায় বঙ্গবন্ধু যে একচিলতে ঘরে থাকতেন, যে খাটে শুতেন, যে টেবিল চেয়ারে পড়াশোনা করতেন, যেখানে তাঁর ছাত্র-জীবনের কয়েক বছর কেটেছে, সেই সময়টাই যেন থমকে রয়েছে এই চারদেওয়ালের মধ্য়ে । ছাত্র মুজিবের সেই ঘর আজও আদরে রক্ষা করে যাচ্ছে তার আবাসিকের স্মৃতি। তৎকালীন ইসলামিয়া কলেজ। বর্তমানে যা মৌলানা আজাদ কলেজ। সেখানে এখনও সযত্নে বঙ্গবন্ধুর স্মৃতি স্মরণ করা হয়। </p>
<p>আরও পড়ুন, <a title="বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, ‘বাংলায় ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটির বিনিয়োগের প্রস্তাব..’ !" href="https://bengali.abplive.com/district/cm-mamata-banerjee-on-bgbs-2025-new-investment-proposal-1119136" target="_self">বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, ‘বাংলায় ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটির বিনিয়োগের প্রস্তাব..’ !</a></p>
<p>মৌলানা আজাদ কলেজ অর্থনীতি বিভাগ অধ্য়াপক শান্তনু ঘোষ বলেন, এই কলেজের GS ছিলেন। আমরা গর্বিত। NAAC-এর টিম আসে, তারা ওই বাড়িতে যায়। মৌলানা আজাদ কলেজের ইতিহাস বিভাগ অধ্য়াপক অশোককুমার মণ্ডল বলেন ,আমরা গল্প করি, প্রেসিডেন্সি কলেজের ছাত্র রাজেন্দ্র প্রসাদ, রাষ্ট্রপতি। বাংলাদেশের রাষ্ট্রপতি আমাদের কলেজে।সেদেশের লোক সেটা নষ্ট করছে। থামুক তারা। আমরা লালিত করছে। যে ভারতের জন্য় বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল ,সেই ভারত শেখ মুজিবকে ভোলেনি। অথচ যাঁদের জন্য় বঙ্গবন্ধু স্বাধীনতা এনেছিলেন। সেই বাংলাদেশিদেরই একাংশ আজ বঙ্গবন্ধুর সমৃতি শেষ করে দিতে চাইছে।</p>
Source link
বাংলাদেশে একের পর এক স্মৃতি ধ্বংস মুজিবের, বঙ্গবন্ধুর ব্যবহৃত জিনিস পরম যত্নে রক্ষা কলকাতায়
