সরস্বতী পুজোর বিসর্জন নিয়ে বিবাদ, মার খেল পুলিশ
Kolkata News: এবার কলকাতায় সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে উত্তেজনা ছড়াল । গার্ডেনরিচে মার খেল পুলিশ ও সিভিক ভলান্টিয়ার । গার্ডেনরিচের পাহাড়পুর রোডের বাঁধাবটতলা এলাকায় শোভাযাত্রা যাওয়ার সময় গন্ডগোল বাধে পরিস্থিতি সামাল দিতে গেলে সাব ইনস্পেক্টর অরুণ মাইতি ও মহিলা সিভিক ভলান্টিয়ারকে মারধর করা হয় বলে অভিযোগ । আহত SI ও সিভিককে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এই ঘটনায় মেটিয়াবুরুজের শিবনগর ইয়ং স্টার ক্লাবের ৩ সদস্যকে গ্রেফতার করেছে গার্ডেনরিচ থানার পুলিশ । পুলিশকে মারধর, সরকারি কর্মীদের কাজে বাধা-সহ একাধিক ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
হাতে হাতকড়া, পায়ে শিকল, আমেরিকা থেকে ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর ভিডিও প্রকাশ্যে, দিল্লি এখনও নীরব
একদিকে দিল্লির বিধানসভা নির্বাচন। অন্য দিকে মহাকুম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পুণ্যস্নান। বুধবার সেই নিয়ে যখন ব্যস্ত গোটা দেশ, তার মধ্যেই লজ্জার অধ্যায় রচিত হল। বেআইনি ভাবে অনুপ্রবেশকারী ভারতীয়দের নিয়ে ভারতের মাটিতে অবতরণ করল আমেরিকার সেনার বিমান। পঞ্জাবের অমৃতসরে সেই বিমান নামলেও, তার ধারেকাছে ঘেঁষতে পারেনি সংবাদমাধ্যম। এমনকি বিমানবন্দর থেকে গাড়িতে চাপিয়ে ভারতীয়দের বের করে আনার সময়ও কাছে যেতে দেওয়া হয়নি কাউকে। কিন্তু একটি রাত কাটতেই একে একে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরতে শুরু করলেন আমেরিকা ফেরত ভারতীয়রা।