শুভেন্দুদা মাঝে মাঝে হতাশ হন, যদি দিল্লি আমাদের কথা না শোনে: কার্তিক মহারাজ
কলকাতা: কুলপিতে হিন্দু সুরক্ষা সমিতির সম্মেলনের মঞ্চ থেকে ইঙ্গিতপূর্ণ বার্তা শোনা গেল কার্তিক মহারাজের গলায়। শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই, বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান বলেন, শুভেন্দুদা মাঝে মাঝে হতাশ হন। দিল্লির জন্য আর অপেক্ষা করা যাবে না। কিন্তু, দিল্লি কোন কথা শুনছে না? শুভেন্দু অধিকারী সত্য়িই হতাশ হয়ে থাকলে কেন? তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
কুলপিতে হিন্দু সুরক্ষা সমিতির ডাকে ধর্ম সম্মেলন। মঞ্চে উপস্থিত শুভেন্দু অধিকারী। তাঁর সামনেই বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজের গলায় শোনা গেল এই বার্তা। তিনি বলেন, “শুভেন্দুদা মাঝে মাঝে হতাশ হন। যদি দিল্লি আমাদের কথা না শোনে, আমরা বাংলার বাঙালি। আমরা আমাদের নিজেদের চলার পথ পরিষ্কার করে নেব। দিল্লির জন্য আর অপেক্ষা করা যাবে না।”
আর সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে পদ্মশ্রী প্রাপক কার্তিক মহারাজের এই মন্তব্য়ের পরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, শুভেন্দু অধিকারী কি সত্য়িই হতাশ? হতাশ হলে কেন? দিল্লি কোন কথা শুনছে না? দিল্লি কার কথা শুনছে না? ভারত সেবাশ্রম সঙ্ঘের (বেলডাঙা) প্রধান বলেন, “দিল্লি শব্দের অর্থটা এখানে হচ্ছে যে, বাংলায় বাঙালি চিরকাল মাথা উঁচু করে থাকে। এখন এই সঙ্কটকালে আমরা চাইছি যে আমরা সবাই একত্র হয়ে কাজ করব। হয়ত তারা তাদের বৃহত্তর স্বার্থে বৃহত্তর চিন্তাভাবনা করছে। কিন্তু বাংলার হিন্দু, বাংলাদেশের হিন্দুদের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব। দিল্লি যদি সঙ্গে না আসে…বাংলার আলাদাভাবে চিন্তাভাবনা করতে হবে। আমাদের সাধু-সন্ন্যাসী যাঁরা রয়েছেন তাঁরা চিন্তাভাবনা করবেন।”
শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে, কার্তিক মহারাজের এই মন্তব্য় নিয়ে জল্পনার পারদ চড়তে শুরু করেছে। প্রশ্ন উঠছে, শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই তিনি এই কথা বললেন কেন? শুভেন্দু অধিকারীর মনের কথাই কি কৌশলে বলে দিলেন বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান? সম্প্রতি কার্তিক মহারাজকে পদ্মশ্রীর জন্য় মনোনীত করেছে মোদি সরকার। সেই প্রসঙ্গ টেনে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম।
আরও পড়ুন: Burrabazar House Collapse: বড়বাজার এলাকায় ভেঙে পড়ল বাড়ির একাংশ, পুরসভাকেই কাঠগড়ায় তুললেন TMC কাউন্সিলর
আরও দেখুন