আবার অশান্ত বাংলাদেশ, ফের বঙ্গবন্ধুর বাড়িতে হামলা
![আবার অশান্ত বাংলাদেশ, ফের বঙ্গবন্ধুর বাড়িতে হামলা আবার অশান্ত বাংলাদেশ, ফের বঙ্গবন্ধুর বাড়িতে হামলা](https://i1.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/05/717f68c75d3c5e3566a6810b0ccff5791738774326548394_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
Mohammed Yunus : আবার অশান্ত বাংলাদেশে (Bangladesh News) , ফের বঙ্গবন্ধুর বাড়িতে হামলা। ভারতীয় সময় রাত সাড়ে ৮ টা নাগাদ এই হামলার ঘটনা ঘটেছে বলে খবর। বঙ্গবন্ধুর ধানমণ্ডির বাড়িতে ভাঙচুর ছাড়াও আগুন লাগানো হয়েছে।
কোন বাড়িতে হামলা
এদিন সকাল থেকেই বঙ্গবন্ধু মুজিবর রহমানের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। মিছিল করে গিয়ে বঙ্গবন্ধুর বাড়িতে চড়াও হয় বিক্ষোভকারীরা।বাড়ির গেট ভেঙে ঢুকে তাণ্ডব, ভাঙচুর, আগুন লাগায় তারা। এদিন ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে বাংলাদেশ, এরকমই হুঙ্কার দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এর আগে ৫ অগাস্ট, ২০২৪ হাসিনা সরকারের পতনের পর ধানমণ্ডির বাড়ি ভাঙচুর হয়।
কী থেকে ভাঙচুর-আগুন
আজ শেখ হাসিনা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখার কথা ছিল। যা নিয়ে আওয়ামি লিগের তরফে প্রচার শুরু হয়। এরপরই বিরোধীদের তরফে স্লোগান ওঠে-‘গুড়িয়ে দাও তাড়াতাড়ি, ৩২ নম্বরের দালানবাড়ি’। বিদেশে থাকা বিএনপি, জামাতের তরফেও এই বিষয়ে প্রচার চালানো হয়। তারপরই এই ঘটনা ঘটে। প্রশ্ন ওঠে, বিশ্ববাসী যখন এই ছবি দেখতে পাচ্ছে, তখন পুলিশ প্রশাসন বলছে, এই কর্মসূচির কথা জানতই না তারা।
কী বলেছেন শেখ হাসিনা
এই ঘটনার পর মুখ খুলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এই বাড়ি তিনি আগেই ছেড়ে দিয়েছিলেন। তাঁর ওপর ব্যক্তিগত রাগ থাকতে পারে। কিন্তু এই বাড়িতে একটা ইতিহাস জড়িয়ে আছে। অনেকেই সংবিধানকে ধ্বংস করতে চাইছে। এই ঘটনা ওদের দুর্বলতার লক্ষণ। তারা একটা দালান ভাঙতে পারে। ইতিহাস কিন্তু প্রতিশোধ নেয়। পাকিস্তানিদের অধীনে থাকা , তাদের পদলেহন করাটাই ওদের কাজ হয়ে দাঁড়িয়েছে।
Bangladesh Crisis: এবার নিজের দেশেই বিক্ষোভের মুখে মহম্মদ ইউনূস, পুলিশের ব্যারিকেড ভেঙে প্রতিবাদ
আরও দেখুন