# Tags
#Blog

Zee AI Exit Poll: দিল্লিতে এবার আপকে কড়া টক্কর বিজেপির! জিতবে কে? স্পষ্ট ইঙ্গিত জিনিয়ার…

Zee AI Exit Poll: দিল্লিতে এবার আপকে কড়া টক্কর বিজেপির! জিতবে কে? স্পষ্ট ইঙ্গিত জিনিয়ার…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো:  এক দফাতেই শেষ বিধানসভা ভোট।  দিল্লির মসনদের এবার কে? আম আদমি পার্টি ও বিজেপির মধ্যে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইঙ্গিত মিলল  Zee AI Exit Poll-এ। তবে বুথফেরত সমীক্ষা বলছে, সামান্য় হলেও এগিয়ে কেজরি দলই। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ২ আসন।

আরও পড়ুন:  Delhi Assembly Election 2025 Exit Poll: দিল্লির মসনদে এবার আর ‘আপ’ নয়! কে তাহলে? চমকে দিচ্ছে বুথফেরত সমীক্ষা…

২০১৫ ও ২০২০ সালে দিল্লিতে বিধানসভা ভোটে জিতেছিল আপ। নির্বাচনী ময়দানে হ্যাটট্রিকের লড়াইয়ে এবার একলা চলার নীতি নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।  উল্টো দিকে স্রেফ বিজেপি নয়, দিল্লি বিধানসভা ভোটে ৭০ আসনে প্রার্থী দিয়েছে জোট শরিক কংগ্রেসও। ফলে ভোটযুদ্ধ ত্রিমুখী।

Zee AI Exit Poll

রাজ্য        মোট আসন      আপ      বিজেপি    কংগ্রেস

দিল্লি              ৭০            ৩৩-৩৮     ৩১-৩৬    ০-২           

জিনিয়ার বুথফেরত সমীক্ষার তথ্য, দিল্লির পঞ্চাশ শতাংশের মানুষেরই মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম পছন্দ অরবিন্দ কেজরিওয়াল। দ্বিতীয় স্থানে বিজেপির পারভেশ বর্মা। তাঁকে মুখ্যমন্ত্রী পদে দেখতে চান তিরিশ শতাংশ মানুষ। আর বাকি ২০ শতাংশ মানুষ চান, মুখ্যমন্ত্রী হোন কংগ্রেসের সন্দীপ দীক্ষিত।

কী এই এক্সিট পোল? বুথ ফেরত সমীক্ষা-ই হচ্ছে এগজিট পোল। ভোটপর্ব মেটার পরেই বিভিন্ন এজেন্সি, সংবাদমাধ্যম এগজিট পোল বা বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ করে থাকে। এই বুথ ফেরত সমীক্ষা বা এগজিট পোল আসলে এক ধরনের ওপিনিয়ন পোল। ভোটারদের থেকে তাঁদের পছন্দের প্রার্থী এবং দল সম্পর্কে জানতে চাওয়া হয় বুথ ফেরত সমীক্ষায়। ভোট দিয়ে বুথ থেকে বেরনোর ঠিক পর মুহূর্তেই ভোটারদের থেকে এই মতামত জানতে চাওয়া হয়। আর সেই মতামতের উপর ভিত্তি করেই তৈরি হয় এগজিট পোল বা বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট।

আরও পড়ুন:  Tirupati Temple: তিরুপতি মন্দিরে মহা বিতর্ক! হিন্দু রীতি না মানায় ১৮ কর্মচারীকে…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল).





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal