# Tags
#Blog

Reform Commission of Bangladesh: ‘রাজধানী মহানগর সরকার’! দিন-রাত গাল দিয়েও দিল্লিকে মডেল করে গদি বাঁচাতে মরিয়া ইউনূস…

Reform Commission of Bangladesh: ‘রাজধানী মহানগর সরকার’! দিন-রাত গাল দিয়েও দিল্লিকে মডেল করে গদি বাঁচাতে মরিয়া ইউনূস…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বদলের বাংলাদেশে এবার মডেল দিল্লি। ভারতের নয়াদিল্লির মতো ফেডারেল সরকার নিয়ন্ত্রিত ‘রাজধানী মহানগর সরকার’ গঠনের সুপারিশ করেছে ইউনূস সরকার। একইসঙ্গে কমিশন চারটি বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশ করেছে। এ ছাড়া কমিশন মন্ত্রক ও অধিদফতরের সংখ্যা কমানোর সুপারিশ করেছে। সেখানে মন্ত্রক ২৫টি ও অধিদফতর ৪৪টি করার প্রস্তাব রয়েছে।

আরও পড়ুন, Earthquake: ফের কেঁপে উঠল ‘রিং অফ ফায়ারে’র উপরের মাটি? জেনে নিন ভূমিকম্পের ভয়াবহতা…

শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য বেশ কিছু কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। তার মধ্যে একটি জনপ্রশাসন সংস্কার কমিশন। ঢাকা, টঙ্গী, কেরানীগঞ্জ, সাভার ও নারায়ণগঞ্জকে নিয়ে ‘ক্যাপিটাল সিটি গভর্নমেন্টের’ আয়তন নির্ধারণ করা যেতে পারে বলে সুপারিশে বলেছে কমিশন।

তবে ঢাকা জেলা নারায়ণগঞ্জ জেলা অন্যান্য উপজেলা নিয়ে ভালো থাকবে। অপরদিকে, রাজধানী মহানগর সরকার গঠিত হলে টাঙ্গাইল জেলাকে ঢাকার সঙ্গে সংযুক্ত করা যেতে পারে। কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, রাজধানী ঢাকার জনসংখ্যা ও পরিষেবার ব্যাপ্তির কথা বিবেচনায় রেখে নয়াদিল্লির মতো ফেডারেল সরকার নিয়ন্ত্রিত রাজধানী মহানগর সরকার গঠনের সুপারিশ করা হল।

প্রসঙ্গত, গত অক্টোবরে জনপ্রশাসন সংস্কার কমিশন-সহ ছটি সংস্কার কমিশনের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্যে সংবিধান, নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিস সংস্কার কমিশনের প্রতিবেদন গত ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়। আজ দেওয়া হল আরও দুটি সংস্কার কমিশনের প্রতিবেদন।

আরও পড়ুন, Donald Trump | Gaza: ফের আসন্ন যুদ্ধ? গাজা ‘দখলের’ ঘোষণা ট্রাম্পের! তীব্র প্রতিবাদ হামাসের…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal