Fact Check | Nora Fatehi: বাঞ্জি জাম্পিং করতে গিয়ে ভয়ংকর দুর্ঘটনা! খাদে পড়ে মৃত্যু নোরা ফতেহির?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেশ কয়েকদিন আগেই লস অ্যাঞ্জেলেসের ভয়ঙ্কর দাবানলে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছিলেন নোরা ফাতেহি। সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই এবার ভাইরাল একটি ভিডিও। যেখান থেকে জানা যায় যে খাদে পড়ে মৃত্যু হয়েছে নোরা ফতেহির। এবার এই ঘটনায় বিবৃতি জারি করল অভিনেত্রীর টিম।
আরও পড়ুন- Sonu Nigam Kolkata Concert: কলকাতায় সোনু নিগমের শো, ৬০ হাজারে বিকোচ্ছে টিকিট! কনসার্টের আগেই গায়ক বললেন…
দুঃসাহসিক খেলা ‘বাঞ্জি জাম্পিং’-এ যোগ দিতে গিয়েই দুর্ঘটনার মুখে পড়েছেন নোরা। পাহাড়ের খাদে পড়ে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর ছড়িয়েছে সোশ্যালে। ইনস্টাগ্রামে একটি পেজ থেকে একটি ভিডিও ছড়ানো হয়। যেখানে দেখা যায়, পাহাড়ের মাঝে আটকে পড়েছে এক মেয়ে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘দুর্ঘটনায় বলিউড অভিনেত্রী নোরা ফতেহির মৃত্যু হয়েছে।’অনেক দূর থেকে এই ভিডিও গ্রহণ করায় মেয়েটির মুখ ছিল অস্পষ্ট।
অভিনেত্রীকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। সত্যিই কি মৃত্যু হয়েছে নোরার? অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছে নোরার টিম। খবরটি ভুয়ো ও গুজব বলে জানিয়েছে অভিনেত্রীর টিম। তারা বলছে, ভাইরাল হওয়া সেই ভিডিওতে ছিলেন অন্য এক মেয়ে, সেটা নোরা ফতেহি নন। সেই সঙ্গে এও জানিয়েছেন, নোরা একেবারে সুস্থ ও নিরাপদে রয়েছেন।
আরও পড়ুন- Rachna Banerjee in Maha Kumbh 2025: মহাকুম্ভে রচনার শাহিস্নান-পিতৃতর্পণ, যোগী সরকারের প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল সাংসদ!
প্রসঙ্গত, জন্মসূত্রে নোরা ফতেহি কানাডার নাগরিক। কিন্তু বলিউডে নাচের জন্য ভারতে তাঁর আকাশছোঁয়া জনপ্রিয়তা। নাচের পাশাপাশি অভিনয়ও করেন তিনি। সম্প্রতি বলিউডে অভিনেত্রীর ১০ বছর পূর্ণ হয়েছে। রিয়ালিটি শোয়ের বিচারক হিসাবেও দেখা যায় তাঁকে। যথারীতি তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছে ঝড়ের গতিতে। তবে এই খবর সম্পূর্ণই মিথ্যা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)