৩ থেকে নেমে ১১-তে, পঞ্চদশ অর্থ কমিশনের খরচের নিরিখে অবনমন বীরভূম জেলা পরিষদের
<p><strong>ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম:</strong> পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচের নিরিখে, অবনমন হল বীরভূম জেলা পরিষদের। তৃতীয় থেকে একাদশে নেমে এল এই জেলা। ৫০ শতাংশ টাকাও খরচ করতে পারল না বীরভূম জেলা পরিষদ। </p>
<p><strong>অবনমন হল বীরভূম জেলা পরিষদের:</strong> ছিল প্রথম ৩-এ। নেমে এল ১১- য়। পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচের নিরিখে, অবনমন হল বীরভূম জেলা পরিষদের। ৫০ শতাংশ টাকাও খরচ করতে পারল না বীরভূম জেলা পরিষদ। ২০২৩ থেকে এই জেলা পরিষদের সভাপতি হয়েছেন কাজল শেখ। যিনি বীরভূমের রাজনীতিতে জেলা সভাপতি অনুব্রত-বিরোধী বলেই পরিচিত। অথচ, ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত এই জেলা পরিষদ অর্থ কমিনের টাকা খরচের নিরিখে ছিল তৃতীয় স্থানে। এমনকী একাধিকবার দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কারও পেয়েছে বীরভূম জেলা পরিষদ। </p>
<p>কিন্তু ১ বছরের মধ্য়ে এই অবনমনের কারণ কী? বীরভূম জেলা পরিষদের সভাধিপতী কাজল শেখ বলেন, "আমরা কোনও জায়গায় তোনও অংশে পিছিয়ে নেই। হয়ত কোনও জায়গায় কোনও দুষ্ট চক্র কাজ করছে। তারা কাজ করতে পারছে না বলে বদনাম করার চেষ্টা করছে।আঙুর ফল টক।” তৃণমূলের বীরভূম জেলা সভাপতি <a title="অনুব্রত মণ্ডল" href="https://bengali.abplive.com/topic/anubrata-mandal" data-type="interlinkingkeywords">অনুব্রত মণ্ডল</a> বলেন, "বীরভূম জেলা পরিষদ পশ্চিমবঙ্গে এক নং এই ছিল। চার চারবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে ছিল। ১১নং এই নেমে এসেছে এটা দুঃখের বিষয়।”<br /><strong><br /></strong>পঞ্চদশ অর্থ কমিনের টাকা খরচের নিরিখে একেবারে শীর্ষে রয়েছে আলিপুরদুয়ার জেলা পরিষদ। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ, এবং তৃতীয় স্থানে রয়েছে দার্জিলিং জেলা পরিষদ। এই আবহেই গত ২ বারের বীরভূম জেলা সভাধিপতি বিভাস রায়চৌধুরীর বক্তব্যে আবার ইঙ্গিতপূর্ণভাবে উঠে এসেছে টিম ওয়ার্কের কথা। তাঁর কথায়, "পঞ্চাশ শতাংশ কাজ হয়নি এটা অভিপ্রেত নয়। অনুব্রত মন্ডলের প্রচেষ্টায় বীরভূম টিম, জেলা পরিষদের টিম নিয়ে কাজ করেছি। এখন সেই টিম নেই।” জেলাশাসক বিধান রায় অবশ্য বলছেন, "কাজের অগ্রগতি কখনও কখনও কম-বেশি হয়। যেটুকু খামতি আছে তা ঠিক করতে বিভিন্ন রিভিউ মিটিংয়ে বলা হয়েছে।”</p>
<p><strong>আরও পড়ুন: <a title="Kalyani Expressway: কমছে দূরত্ব, কল্যাণীর আরও কাছে কলকাতা; জোরকদমে চলছে রাস্তা তৈরির কাজ" href="https://bengali.abplive.com/district/kalyani-expressway-kolkata-aiims-distance-will-be-short-work-in-progress-belgharia-expressway-1118845" target="_self">Kalyani Expressway: কমছে দূরত্ব, কল্যাণীর আরও কাছে কলকাতা; জোরকদমে চলছে রাস্তা তৈরির কাজ</a></strong></p>
Source link