আর জি কর মামলা হাইকোর্টে ফেরাতে সুপ্রিম কোর্টে নিহত চিকিৎসকের পরিবার
<p>ABP Ananda Live: এখনও অধরা অজস্র প্রশ্ন। আর জি কর মামলা হাইকোর্টে ফেরাতে সুপ্রিম কোর্টে নিহত চিকিৎসকের পরিবার। মৃত্যু-রহস্যের উপযুক্ত তদন্তের দাবিতে মামলা। <br /><br /></p>
<p><strong>তৃণমূলে ‘টাকার খেলা’, বিতর্কের মুখে সুব্রত বক্সীকে চিঠি লিখলেন মদন; কী বললেন ?</strong></p>
<p>’তৃণমূলে ব্যাপক টাকার লেনদেন হচ্ছে। কেউ রাতারাতি একশো কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন!’ দলের একাংশকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য় করেছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। দলীয় পদ পেতেও টাকার খেলা চলছে বলে অভিযোগ কামারহাটির বিধায়কের। পাশাপাশি, কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের সুরেই মন্ত্রীদের একাংশকে আক্রমণ করেছেন মদন মিত্র।</p>
<p>’তৃণমূলে টাকা ছাড়া কোনও কাজ হয় না!’ বিরোধীরা দীর্ঘদিন ধরে বারবার এই অভিযোগ করে আসছে। কিন্তু দিনকয়েক আগে খোদ মদন মিত্র যা বলেন, তা বিস্ফোরক! তিনি বলেন, "দলের মধ্যে একটা ব্যাপক টাকার লেনদেন হচ্ছে। আমি মদন মিত্র একটা MLA ছিলাম, আমার কোনও ক্ষমতাই ছিল না। রাতারাতি আমি এখন ১০০ কোটি টাকার মালিক হয়ে গেছি। তা এখন আমার পদ চাই। তা আমি বললাম ভাই আমায় একটা মন্ত্রী করে দে। না ভাই, মন্ত্রী হতে গেলে, ভাল মন্ত্রী হতে গেলে ১০ কোটি লাগবে, আমি ১০ কোটি দিয়ে দিলাম। মন্ত্রী হল কী হল না পরের কথা। যদি হয়ে গেলাম তাহলে ১০ কোটি থেকে ২০ কোটি বানালাম, আর যদি না হলাম ১০ কোটি চলে গেল। এফআইআর করা যায় না। কারণ, এর মধ্যে এর কোনও ডকুমেন্টস নেই।"</p>
Source link