# Tags
#Blog

ভারতীয় ক্রিকেট দলে খেলা স্বপ্ন দেখতেন আমির খান? পছন্দের প্লেয়ার কে জানেন?

ভারতীয় ক্রিকেট দলে খেলা স্বপ্ন দেখতেন আমির খান? পছন্দের প্লেয়ার কে জানেন?
Listen to this article


মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের অংশ হতে পারলে নিজেকে গর্বিত মনে করতেন। এমনটাই জানালেন আমির খান। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নেমেছিল ভারতীয় দল। মাঠে থেকেই ভারতের দুরন্ত জয় দেখেছেন বলিউডের সুপরস্টার। বিসিসিআইয়ের তরফে এক ভিডিও ক্লিপ পোস্ট করা হয়েছে। সেখানেই আমির খান বললেন, ”ভারতীয় ক্রিকেট দলের অংশ যদি আমি কোনওভাবে হতে পারতাম, তবে নিজেকে গর্বিত মনে করতাম। যখনই ভারতীয় দল মাঠে নামে, তখনই মনের ভেতরে একটা অদ্ভুত অনুভূতি হয়। আমি কোনওভাবে এই দলের সঙ্গে যুক্ত হতে পারলে, সেটাই আমার কাছে বিশাল কিছু ছিল।”

আমিরের দেখা স্মরণীয় মুহূর্ত কোনটি। বলি তারকা বলছেন, ”২০১১ বিশ্বকাপ ফাইনালে আমি এই মাঠেই উপস্থিত ছিলাম। সেদিন গোটা ভারত ধোনির দলের দিকে তাকিয়ে ছিল। মাঠ ছেড়ে বিশ্বকাপ জেতার মুহূর্তটা চাক্ষুস করেছি। ওটাই আমার কাছে সবচেয়ে স্পেশাল। এছাড়াও সচিন যেদিন ক্রিকেট থেকে অবসর নিলেন, সেদিনও আমি মাঠে ছিলাম। সেদিনটিও খুব স্পেশাল ছিল। আমার সবচেয়ে পছন্দের ক্রিকেটার সচিন। আগেও ছিল, আগামীতেও ওই থাকবে। ক্রিকেট মানেই সচিন ছিল।”

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ মহিলা দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। পুরো দলকে শুভেচ্ছা জানিয়ে লাগান ছবির অভিনেতা বলেন, ”অনূর্ধ্ব ১৯ ভারতীয় মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা। ওরা বিশ্বকাপ জিতেছে। আমরা ভীষণ গর্বিত ওদের জন্য।”

 


রবিবার পঞ্চম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝোড়ো শতরান করেন অভিষেক শর্মা। শতরানের পর বল হাতেও ম্য়াজিক দেখিয়েছেন অভিষেক। ১ ওভারে মাত্র ৩ রান দিয়ে তুলে নিয়েছেন ২ টো উইকেট। ম্য়াচের সেরা হওয়ার পর অভিষেক বলছেন, ”দিনটা আমার ছিল, এটা বুঝতে পারছি। আজ আশা করি যুবরাজ সিংহ আমার ইনিংস দেখে খুশি হবেন। উনি বরাবর চাইতেন যে আমি যেন টি-টোয়েন্টি ম্য়াচে প্রথম ১৫ ওভার ক্রিজে থাকতে পারি ওপেনে নেমে। তিনি বিশ্বাস রেখেছিলেন যে তাহলেই রান আসবে আমার ব্যাটে। কারণ বড় শট খেলার ক্ষমতা রাখি আমি। আর এই বিষয়টাই গৌতম গম্ভীর চেয়েছেন সবসময়। আজ সুযোগটা কাজে লাগাতে পেরে খুব খুশি আমি।”

আরও দেখুন





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal