# Tags
#Blog

টি-টোয়েন্টির নতুন সুপারস্টার অভিষেক, আইপিএলে নতুন মরশুমে কত টাকা পাবেন তিনি?

টি-টোয়েন্টির নতুন সুপারস্টার অভিষেক, আইপিএলে নতুন মরশুমে কত টাকা পাবেন তিনি?
Listen to this article


মুম্বই: পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজের আগে তাঁকে নিয়ে হাজারো প্রশ্ন ছিল। আদৌ নিজের জায়গা ধরে রাখতে পারবেন তো টি-টোয়েন্টি স্কোয়াডে, এমনটাই কানাঘুষো শোনা যাচ্ছিল। কারণ নিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্য়াচে জিম্বাবোয়ের বিরুদ্ধে শতরানের পর থেকে আর রান আসেনি তাঁর ব্য়াট থেকে। কিন্তু তিনি যে নেহাতই ভারতীয় ক্রিকেটে সামান্য কিছুদিনের জন্য আসেননি, তার প্রমাণ অভিষেক শর্মা দিয়ে দিয়েছেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ৩৭ বলে ঝোড়ো শতরান। ৫৪ বলে ১৩৫ রানের বিধ্বংসী ইনিংস। যা সাজানো ছিল ১৩টি ছক্কা ও ৭টি বাউন্ডারিতে। আইপিএলে আগামী মরশুমে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতেই দেখা যাবে অভিষেককে। সেখানে তিনি কত টাকা করে পাবেন জানেন?

২০২৪ আইপিএলে ৪৮৪ রান নিজের নামের পাশে যোগ করেছিলেন অভিষেক। দুশোর ওপর স্ট্রাইক রেটে ব্য়াটিং করেছিলেন তিনি। গোটা টুরনামেন্টে মোট ৪২টি ছক্কাও হাঁকিয়েছিলেন। মুম্বইয়ে শতরান হাঁকানোর পর রোহিত শর্মার পরই ভারতীয়দের মধ্যএ দ্বিতীয় দ্রুততম শতরান করার নজির গড়ে। ২৪ বছরের তরুণ ওপেনার সানরাইজার্সের জার্সিতে ট্রাভিস হেডের সঙ্গে ওপেনিংয়ে নামেন। গত মরশুমে সব ফ্র্যাঞ্চাইজির কাছেই এই জুটি এক আতঙ্কের নাম ছিল। আগামী মরশুমেও ছবিটা একই থাকবে। ২০২৫ আইপিএলের জন্য অভিষেক শর্মা ১৪ কোটি টাকা পাবেন। গত মরশুমে যে অঙ্কটা ছিল ৬.৫০ কোটি টাকা। উল্লেখ্য, ২০২২ আইপিএলের আগে অভিষেককে রিটেন করে সানরাইজার্স।

কোচ ও অধিনায়ক যেভাবে তাঁকে বরাবর সমর্থন জুগিয়ে গিয়েছেন, সে প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, ”প্রথম দিন থেকে আমার পাশে ছিল সূর্যকুমার ভাই ও গৌতম গম্ভীর কোচ। তাঁরা বারবার আমাকে ভরসা দেওয়ার চেষ্টা করেছে। আমার স্বাধীন খেলাটাই খেলতে বলেছে। প্রতিপক্ষের সবাই ১৪০, ১৪৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে বল করছিল। তাই আমি একটু বুঝে নিয়েই চালিয়ে খেলা শুরু করলাম। যা কাজেও এসে গিয়েছে।”

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal