আর জি করে চিকিৎসক মৃত্যুতে এবার নতুন করে তদন্ত দাবি
RG Kar Update: আর জি করে চিকিৎসক ধর্ষণ-খুনে এবার নতুন করে তদন্ত দাবি। নতুন করে তদন্ত ও নতুন করে ট্রায়ালের দাবি অভয়ার পরিবারের আইনজীবীর। হাইকোর্টে আবেদনের প্রস্তুতি, মালদায় গিয়ে আইনজীবীর সঙ্গে কথা অভয়ার মা-বাবার। আগে শিয়ালদা কোর্টে পিটিশন ফাইলে বাধা দেয় CBI, অভিযোগ অভয়ার পরিবারে আইনজীবীর। CBI-এর ভূমিকায় ফের ক্ষোভপ্রকাশ নিহত চিকিৎসকের পরিবারের।
যোগেশচন্দ্র চৌধুরী কলেজে এবার ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান । যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ডে ও ল’ বিভাগের সরস্বতী পুজোয় বেনজির সংঘাত । হাইকোর্টের নির্দেশে কলেজের বাইরে বন্দুক হাতে পাহারায় পুলিশ, কলেজে জয়েন্ট সিপি, এলাকা পরিদর্শন পুলিশের । আদালতের নির্দেশে সশস্ত্র পুলিশি পাহারায় ক্যাম্পাসে সরস্বতী পুজো । যোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজের পুজো হচ্ছে ক্যাম্পাসেই । কলেজের ডে বিভাগের হচ্ছে পাশের গলিতে । পুজোর উদ্যোক্তা তৃণমূল নেতা মহম্মদ সাবির আলি । নিজের কলেজে সরস্বতী পুজো নিয়ে শিক্ষামন্ত্রীর রিপোর্ট তলব করেন মুখ্যমন্ত্রী, খবর সূত্রের । পরিস্থিতি খতিয়ে দেখতে কলেজ ক্যাম্পাসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ মালা রায় শিক্ষামন্ত্রী পৌঁছতেই নিরাপত্তা চেয়ে স্লোগান পড়ুয়াদের । শিক্ষামন্ত্রীকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন পড়ুয়ারা । বিক্ষোভরত পড়ুয়াদের দাবি-দাওয়া শুনতে কলেজের প্রিন্সিপালের ঘরে বৈঠক ব্রাত্য । ৬ ও ৭ তারিখে বৈঠক করে সমস্যার সমাধানের আশ্বাস তৃণমূল সাংসদ ও যোগেশচন্দ্র চৌধুরী কলেজের গভর্নিং বডির সদস্য মালা রায়ের