এবার মানিকচকের তৃণমূল বিধায়কের গাড়িতে হামলার চেষ্টা, ফের উঠল ‘বড় মাথার’ তত্ত্ব
TMC News: তৃণমূল নেতা দুলাল সরকার খুনের পর এবার মানিকচকের তৃণমূল বিধায়কের গাড়িতে হামলার চেষ্টা। ফের উঠল ‘বড় মাথার’ তত্ত্ব। প্রাণনাশের চেষ্টা হয়েছে, রেকি করে হামলা, অভিযোগ সাবিত্রী মিত্রর। ১ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। গাড়িকে ধাক্কা মারার চেষ্টা, অভিযোগ মানিকচকের তৃণমূল বিধায়কের। সন্দেহজনক গাড়িটি ফের ঘুরে এসে ধাওয়া করে, অভিযোগ বিধায়কের। আতঙ্কিত তৃণমূল বিধায়ক ইংরেজবাজারে গাড়ি থামিয়ে পুলিশকে ফোন করেন। কে বা কারা, কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটাল, খতিয়ে দেখছে মানিকচক ও ইংরেজবাজার থানার পুলিশ।
RG কর কাণ্ডে এবার নতুন করে তদন্তের দাবি অভয়ার মা-বাবার, হাইকোর্টে আবেদনের প্রস্তুতি..
আর জি করে চিকিৎসক ধর্ষণ-খুনে এবার নতুন তদন্ত দাবি। নতুন করে তদন্ত ও নতুন করে ট্রায়ালের দাবি অভয়ার পরিবারের। আইনজীবীর হাইকোর্টে আবেদনের প্রস্তুতি। আইনজীবীর সঙ্গে কথা অভয়ার মা-বাবার। আগে শিয়ালদা কোর্টে পিটিশন ফাইলে বাধা দেয় CBI, অভিযোগ অভয়ার পরিবারে আইনজীবীর। CBI-এর ভূমিকায় ফের ক্ষোভপ্রকাশ নিহত চিকিৎসকের পরিবারের।