দলের লড়াইয়ে গর্বিত ইস্টবেঙ্গল কোচ,গোলখরা কাটিয়ে দ্রুত ফর্মে ফিরবেন দিয়ামান্তাকস আশাবাদী অস্কার
![দলের লড়াইয়ে গর্বিত ইস্টবেঙ্গল কোচ,গোলখরা কাটিয়ে দ্রুত ফর্মে ফিরবেন দিয়ামান্তাকস আশাবাদী অস্কার দলের লড়াইয়ে গর্বিত ইস্টবেঙ্গল কোচ,গোলখরা কাটিয়ে দ্রুত ফর্মে ফিরবেন দিয়ামান্তাকস আশাবাদী অস্কার](https://i3.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/01/f571f1d27f07d38804f6c4d3712af5a11738374274971507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
মুম্বই: মুম্বই সিটি এফসি-র ঘরের মাঠে গোলশূন্য ড্র করার পর দলের খেলায় খুশি এবং রীতিমতো গর্বিত ইস্টবেঙ্গলের (East Bengal) কোচ অস্কার ব্রুজোন (Oscar Bruzon)। শুক্রবার মুম্বই ফুটবল এরিনায় দুর্দান্ত লড়াই করে গতবারের কাপজয়ীদের রুখে দেয় লাল-হলুদ ব্রিগেড। দলে মাত্র তিন বিদেশিকে নিয়ে মাঠে নেমে তারা রীতিমতো সাহসী ও উজ্জীবিত ফুটবল খেলে। এই ড্রয়ের ফলে লিগ টেবলে ১১ থেকে ১০ নম্বরে উঠে আসে তারা।
শুক্রবার রাতে ম্যাচের পর অস্কার ব্রুজোন (Oscar Bruzon) বলেন, “অনেক চোট-আঘাত সমস্যা সত্ত্বেও প্রথমার্ধে আমরা এই মরশুমের অন্যতম সেরা পারফরম্যান্স দেখিয়েছি। কিন্তু আমরা কাঙ্ক্ষিত গোল পাইনি, যা দ্বিতীয়ার্ধে আমাদের শক্তি সঞ্চয়ের সুযোগ দিত। এই ম্যাচে একটি বড় ইতিবাচক দিক হলো, ম্যাচের পর ম্যাচ আমরা আরও সংগঠিত, আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছি। আজ মুম্বই সিটি এফসি-র মতো শক্তিশালী আক্রমণাত্মক দলের বিপক্ষে ‘ক্লিন শিট’ রাখা আমাদের পক্ষে গুরুত্বপূর্ণ”।
নিজের দলের ছেলেদের প্রশংসা করে লাল-হলুদ কোচ বলেন, “আমরাই আজ মাঠে সেরা দল ছিলাম। আমরা এখানে তিন পয়েন্টের জন্যই এসেছিলাম। তা পাইনি ঠিকই, তবে আরও ভাল কিছু হতে পারত”।
ম্যাচের বিশ্লেষণ করে অস্কার বলেন, “আমরা প্রথমার্ধেই মুম্বই সিটি এফসি-কে চমকে দিতে চেয়েছিলাম। কয়েক সপ্তাহ আগে কলকাতায় যে ম্যাচ খেলেছিলাম, তাতে আমরা রক্ষণাত্মক কৌশল অবলম্বন করি। সে দিন ওরা ম্যাচটা নিয়ন্ত্রণ করে। আমরা জানি, ওরা দীর্ঘ আক্রমণে ওঠে, ফুল-ব্যাকদের সঙ্গে সমন্বয় তৈরি করে এবং মাঝমাঠে বেশি সংখ্যক খেলোয়াড় জড়ো করে আক্রমণ তৈরি করে। আজ সেই অনুযায়ীই খেলার পরিকল্পনা করেছিলাম”।
নিজেদের কৌশল নিয়ে বিষ্ণুদের কোচ বলেন, “আমরা চেয়েছিলাম আক্রমণে ওঠার সময় ওরা যাতে ভুল করতে বাধ্য হয় এবং চাপে পড়ে যায়। আমার মনে হয়, প্রথমার্ধে আমরা এই পরিকল্পনায় সফল হই। অনেক শক্তি নিয়ে উজ্জীবিত ফুটবল খেলেছি আমরা, প্রতিপক্ষের অর্ধে অনেক বল ছিনিয়ে নিয়েছি এবং প্রচুর গোলের সুযোগও তৈরি করেছি। দ্বিতীয়ার্ধে অবশ্য খেলার গতিতে ব্যালান্স ছিল। তখন প্রায় ৫০-৫০ লড়াই ছিল। তবে দুঃখের বিষয়, প্রথমার্ধে আমরা যে সুযোগগুলো তৈরি করেছিলাম, তা কাজে লাগাতে পারিনি”।
দলের দুই স্ট্রাইকার দিয়ামান্তাকস (Dimitrios Diamantakos) ও রিচার্ড সেলিসের প্রশংসা করে অস্কার বলেন, “দিয়ামান্তাকসের শট আজ দু’বার পোস্টে লেগেছে। দিমি একজন ‘বক্স প্লেয়ার’। ওকে সঠিক জায়গায় থাকতে হবে। আমি নিশ্চিত, একবার গোল পেলে ও ছন্দ ফিরে পাবে এবং ধারাবাহিকভাবে গোল করতে শুরু করবে। ও আজ খুব কাছাকাছি ছিল। এটা সত্যি যে, স্ট্রাইকাররা মাঝে মাঝে গোল পায় না। কিন্তু সেই দুঃসময় কেটে যায়। কিন্তু এটাও ঠিক যে, ও যথেষ্ট ভাল ভাল সুযোগ পাচ্ছে—সেলিস বাঁ দিক থেকে, বিষ্ণু ডান দিক থেকে, এমনকি ডেভিডও মাঝমাঠ থেকে সহায়তা করছে ওকে এবং মহেশ আজ আমাদের আক্রমণ পরিচালনা করেছে”।
পুরো দল নিয়ে না খেলতে পারলেও যে লড়াই করেছে তাঁর দল, তা সবাইকে মনে করিয়ে দিয়ে অস্কার বলেন, “আমরা আমাদের পূর্ণশক্তির দল পাইনি। গত কয়েক সপ্তাহ ধরে আমাদের দলে অনেক চোট সমস্যা চলছে। আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি এবং এই পরিস্থিতিতে আজ আমাদের দলের গভীরতা বোঝা গেল। মুম্বই সিটি এফসি তাদের বেঞ্চ থেকে পরিবর্তন করে ম্যাচ জেতার চেষ্টা করেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে দলকে শক্তিশালী করার মতো তেমন বিকল্প ছিল না”।
(তথ্য: আইএসএল মিডিয়া)
আরও পড়ুন: মোহনবাগানকে হারিয়ে এসেছে প্রথম ট্রফি, নর্থইস্ট ইউনাইটেডকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন কোচ বেনালি
আরও দেখুন