# Tags
#Blog

ব্যস্ত রাস্তায় তরুণী খুন, শহরের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন

ব্যস্ত রাস্তায় তরুণী খুন, শহরের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন
Listen to this article



<p><strong>কলকাতা: </strong>ইএম বাইপাসে হাড়হিম করা হত্যাকাণ্ড। প্রকাশ্যে তরুণীকে কুপিয়ে খুনের অভিযোগ। যে ঘটনায় ইতিমধ্যেই নাবালক-সহ ৩জন গ্রেফতার করা হয়েছে। আর খাস কলকাতায় ব্যস্ত রাস্তায় তরুণী খুনে শহরের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠল।&nbsp;<strong><br /></strong></p>
<p>নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন: শহরের অন্য়তম প্রাণকেন্দ্রে ভর সন্ধেয় নামজাদা রেস্তোরাঁর সামনে কুপিয়ে খুন। যেন পুরো ফিল্মি কায়দায় চেজ অ্যান্ড মার্ডার। যার অর্থাৎ, ধাওয়া করে খুন। এক নাবালকের ১০ মিনিটের অপারেশন, যা টেক্কা দেবে যে কোনও টানটান ক্রাইম থ্রিলারের চিত্রনাট্যকে। বৃহস্পতিবার রাতে হাড়হিম করা এক অপরাধের সাক্ষী হয়েছে কলকাতা। বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে, ব্যস্ত ই এম বাইপাস লাগোয়া মেট্রোলপলিটন এলাকায়, ধাওয়া করে তিন-তিনবার কোপানো হয় এক তরুণীকে। কেটে দেওয়া হল নলি। তাও আবার বাইপাস ধাপার মতো জমজমাট এলাকায় একেবারে অফিস ফেরত সময়ে।&nbsp; বাবার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে আক্রোশ। আর তা থেকেই চরম পদক্ষেপ।</p>
<p>পুলিশ সূত্রে দাবি, পাকড়াও হওয়া নাবালক জেরায় জানিয়েছে, একটি গাড়িতে ছিলেন তাঁর বাবা ও তরুণী। সেই গাড়ির GPS লোকেশন ট্র্যাক করে, তা ফলো করতে থাকে নাবালক, তার মা ও পরিবারের আরেক সদস্য। বাইপাস ধাবার সামনে একটি দোকানে চা খেতে নামেন নাবালকের বাবা এবং তরুণী। ছেলেকে এবং স্ত্রীকে তাঁদের দিকে এগিয়ে আসতে দেখে পালিয়ে যান তিনি। তরুণীর সঙ্গে নাবালকের মায়ের বচসা শুরু হয়। তার মধ্যেই আচমকা ছুরি বের করে তরুণীর হাতে কোপ বসিয়ে দেয় নাবালক।</p>
<p>আক্রান্ত তরুণী হেল্প হেল্প বলে সার্ভিস লেন ধরে ছুটতে শুরু করেন। নাবালকও তাঁকে ধাওয়া করে। রক্তাক্ত তরুণী ছুটেও পার পাননি। অভিযোগ, তরুণীকে দেওয়ালে কোণঠাসা করে তাঁর পিঠে কোপ বসিয়ে দেওয়া হয়। কেটে দেওয়া হয় নলি। পথচারীদের তৎপরতায় গুরুতর জখম তরুণীকে উদ্ধার করে NRS মেডিক্য়াল কলেজে নিয়ে যাওয়া হয়। জরুরিভিত্তিতে অস্ত্রোপচার করেও বাঁচানো যায়নি তাঁকে। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনাটাই ঘটেছে রাত সাড়ে ৮টা থেকে ৮টা ৪০ মিনিটের মধ্যে।<br /><br />তাৎপর্যপূর্ণ হল, প্রগতি ময়দান থানা থেকে বাইপাস ধাবা, যে অঞ্চলে প্রাণঘাতী হামলা হয়েছে, সেই ঘটনাস্থলের দূরত্ব মেরেকেটে দেড় কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগে ৪ মিনিট। ঘটনাস্থলের একেবারে কাছেই রয়েছে বেলেঘাটা ট্রাফিক গার্ডের অফিস। বাইপাস ধাবা থেকে ১০০ মিটারের মধ্যে রয়েছে ট্রাফিক পুলিশের একটি কিয়স্ক। প্রত্যক্ষদর্শীদের প্রশ্ন, বাইপাস ধাবার মতো জমজমাট জায়গায় যদি এমন ঘটনা ঘটে, মেয়েদের তাহলে সুরক্ষা কোথায়!&nbsp;<br /><br /><strong>আরও পড়ুন: <a title="WB Medical Council: হাইকোর্টের নির্দেশ মেনে পদক্ষেপ, পদত্যাগ করলেন মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার" href="https://bengali.abplive.com/district/west-bengal-medical-council-registrar-resigns-following-high-court-order-1118128" target="_self">WB Medical Council: হাইকোর্টের নির্দেশ মেনে পদক্ষেপ, পদত্যাগ করলেন মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার</a></strong><br /><br /></p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal