NOW READING:
Jyotipriya Mallick: জেলমুক্তির পর জ্যোতিপ্রিয়র দলের কাজে ফেরায় সিলমোহর নেত্রীর? ঠাঁই বিধানসভা কমিটিতেও!
January 31, 2025

Jyotipriya Mallick: জেলমুক্তির পর জ্যোতিপ্রিয়র দলের কাজে ফেরায় সিলমোহর নেত্রীর? ঠাঁই বিধানসভা কমিটিতেও!

Jyotipriya Mallick: জেলমুক্তির পর জ্যোতিপ্রিয়র দলের কাজে ফেরায় সিলমোহর নেত্রীর? ঠাঁই বিধানসভা কমিটিতেও!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  সূত্রের খবর, জ্যোতিপ্রিয়র সংগঠনের কাজে ফেরায় সিলমোহর নেত্রীর। এমনকী জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার খোঁজও নিলেন মুখ্যমন্ত্রী। ১০ ফেব্রুয়ারি বিধানসভায় দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধায়কদের বৈঠকে ডাক জ্যোতিপ্রিয়কেও। প্রায় ১৪ মাস পর মুখ্যমন্ত্রীর মুখোমুখি হবেন জ্যোতিপ্রিয় মল্লিক। জেলমুক্তির পর বিধানসভায় যাওয়া-আসা শুরু করেছেন বালু। 

আরও পড়ুন, Kolkata Hottest January: ২৫ বছরে দ্বিতীয়! এবার শীতে ‘উষ্ণতম’ রাতের রেকর্ড গড়ল কলকাতা…

আগামী বাজেট অধিবেশনেও তাঁর অংশ নেওয়ার কথা। তার মধ্যেই বিধানসভার অচিরাচরিত শক্তি দফতরের স্ট্যান্ডিং কমিটির স্থায়ী সদস‌্য হলেন প্রাক্তন খাদ‌্যমন্ত্রী। দেওয়া হল বিদ্যুৎ দফতরের বিধানসভার স্ট‌্যান্ডিং কমিটির সদস‌্যপদও। বিধায়ক হিসাবে এখন থেকে কাজ করতে পারবেন তিনি। ২০ জানুয়ারি দীর্ঘ ১৫ মাস পরে বিধানসভায় যান জ্যোতিপ্রিয় মল্লিক। 

তৃণমূল সরকারের আমলে এই প্রথম তিনি কোনও কমিটির সদস‌্য হলেন। কারণ এর আগে দুই দফাতেই তিনি মন্ত্রী ছিলেন। রেশন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়ার পরে মন্ত্রিত্ব খোয়াতে হয় জ্যোতিপ্রিয়কে। বিধানসভায় ফিরে মন্ত্রী হিসাবে তিনি যে সমস্ত সুযোগ সুবিধা পেতেন তেমনটা আর নেই। তবে কমিটি সদস্য হিসেবে এবার ফের বাড়তি ভাতা এবং সুযোগ সুবিধা পাবেন বালু। 

আরও পড়ুন, EM Bypass Incident: আগে থেকে আহত ছিলেন তরুণী! ইএম বাইপাস কাণ্ডে প্রত্যক্ষদর্শীর চাঞ্চল্যকর দাবি…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link