MAKAUT Wedding Controversy: "জোলো লেগেছে…কার ইঙ্গিতে এই ঘটনা?'' ম্যাকাউটের ঘটনায় মন্তব্য শিক্ষামন্ত্রীর

Estimated read time 1 min read
Listen to this article



<p><strong>কলকাতা: </strong>মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলবজি বা ম্য়াকাউটের হরিণঘাটা ক্য়াম্পাসের এই ছবি সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে। ছবিতে যাঁকে পাত্রীর বেশে দেখা যাচ্ছে, তিনি অ্য়াপ্লায়েড সাইকোলজির বিভাগীয় প্রধান পায়েল বন্দ্য়োপাধ্য়ায়। আর পাত্রের সাজে তাঁরই বিভাগের প্রথম বর্ষের এক ছাত্র। তাহলে কি ক্লাসরুমে ছাত্রকে বিয়ে করলেন শিক্ষিকা? এই প্রশ্নে বিতর্কের ঝড় উঠেছে। কার ইঙ্গিতে এই ঘটনা ? আক্রমণ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।</p>
<p>সত্য়ি বিয়ে? নাকি নাটকের স্ক্রিপ্ট? নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজ়াদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা ম্যাকাউট ক্যাম্পাসের ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় কাণ্ড। যা নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন বিভাগীয় প্রধান। এদিকে, বিতর্কের মুখে অধ্য়াপিকাকে ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ। এনিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "ব্যক্তিগতভাবে এটা খুব জোলো লেগেছে। বিশ্ববিদ্যালয় কী সিদ্ধান্ত নেবে সেটা তাদের ব্যাপার। যতক্ষণ না আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী নির্বাচিত উপাচার্য আসছেন, ততক্ষণ এই ধরনের ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছু নেই। কার ইঙ্গিতে এসব হচ্ছে? অন্তবর্তী উপাচার্যের দায় আছে কিনা সেটাও দেখতে হবে।”&nbsp;</p>
<p>এদিকে এবিষয়ে অধ্যাপিকা জানিয়েছেন অসৎ উদ্দেশ্য়ে ভাইরাল করা হয়েছে ছবি, পুরোটাই নাটকের স্ক্রিপ্ট। এমনকী, আইনি পরামর্শ নেবেন বলে জানিয়েছেন তিনি। গতকাল এবিপি আনন্দকে তিনি বলেন, "কোনও ড্রামার একটা ক্লিপিং এভাবে ভাইরাল হতে পারে এটা আমার চিন্তার বাইরে। টিচার্স ডে, ফ্রেশার্স ডে এসব অনুষ্ঠানে তো নাচ, গান, নাটক হয়। কিন্তু নাচ, গান বাজে নাটকের একটা নির্দিষ্ট অংশ ভাইরাল হয়েছে। এটা আমরা ফ্রেশার্স পার্টি প্ল্যান করেছিলাম। যেখানে নাচ, গান, ড্রামা সবই হচ্ছে। সেই হিসেবেই ড্রামাটা হয়েছিল, যেখানে ছাত্র এবং শিক্ষক অংশগ্রহণ করতে পারে। কিন্তু একটা পার্ট নিয়ে সেটা ভাইরাল করে দিল। এটা আমার জন্য আশ্চর্যজনক বিষয়। আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আমি আইনি পথে হাঁটছি এবং অভিযোগও জানিয়েছি। আমি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ যে তদন্ত কমিটি করেছে। যাঁরা তদন্ত করে সত্যিটা সামনে নিয়ে আসবে।”</p>
<p>মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি- এর অন্তবর্তী উপাচার্য তাপস চক্রবর্তী জানিয়েছেন, "অধ্যাপিকার দাবি, এটা ‘সাইকো ড্রামা’- র একটা অংশ। সকলের সামনে ক্লাসরুমের মধ্যেই সবটা করা হয়েছে ডেমনস্ট্রেশন হিসেবে। শিক্ষিকাই অনুমতি দিয়েছেন ভিডিও রেকর্ডিংয়ের। যাতে এটা রেকর্ড হয়।”&nbsp;</p>
<p><strong>আরও পড়ুন: <a title="Kolkata Lean Building: একে অপরের দিকে ঝুঁকে দুটি বাড়ি, শহরে ফের হেলে পড়া বহুতলের হদিশ" href="https://bengali.abplive.com/district/kolkata-lean-building-kankurgachi-ward-no-30-people-in-tensed-1117978" target="_self">Kolkata Lean Building: একে অপরের দিকে ঝুঁকে দুটি বাড়ি, শহরে ফের হেলে পড়া বহুতলের হদিশ</a></strong></p>



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours